Read in English
This Article is From Jan 17, 2019

নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শবরীমালায় ইতিহাস গড়া দুই মহিলা

কেরালার শবরীমালা মন্দিরে  প্রবেশ করে  ইতিহাস রচনা  করা দুই মহিলা নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।

Advertisement
অল ইন্ডিয়া

কেরালার শবরীমালা মন্দিরে  প্রবেশ করে ইতিহাস রচনা  করা দুই মহিলা নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।

মাত্র কয়েকদিন আগে নিজের শাশুড়ির হাতে  আক্রান্ত হন কনকা দুর্গা। দুর্গা এবং আম্মিনির কেউই এখনও পঞ্চাশের কোঠায় পা দেননি।  কিন্তু কিছু দিন আগে মন্দিরে প্রবেশ করে  ইতিহাস রচনা  করেন তাঁরা। আগামী কাল তাঁদের মামলা শুনবে আদালত। গত দুসপ্তাহ ধরে কেরালা সরকারের ঠিক করে দেওয়া একটি জায়গায় আছেন তাঁরা।

 মন্দিরে প্রবেশের আগে এবং পরে একাধিকবার  ডানপন্থী সংগঠনের   হুমকির মুখে পড়েছেন এই দু'জন । আর সেই ভয়ে গত দু' সপ্তাহেরও বেশি সময় বাড়ির বাইরে  থাকতে হয়েছে তাঁদের। এরই মাঝে মঙ্গলবার সকালে  বাড়ি  ফেরেন দুর্গা। কিন্তু তাতেও আক্রান্ত হতে হয় তাঁকে। জানা  গিয়েছে শাশুড়ি  তাঁকে মাথায় আঘাত করেন। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে  হাসপাতালে নিয়ে  যাওয়া  হয়েছে।

এই দুই মহিলা আয়াপ্পা ভগবানের মন্দিরে প্রবেশের পর প্রতিক্রিয়া দিয়েছিলেন অনেকেই।  কয়েকটি  ধর্মীয় সংগঠন দাবি করে  কেরালার বাম সরকার বহু বছরের    বিশ্বাসে আঘাত হানছে।  এমন কথাও শোনা যায় সরকারের তরফেই নাকি হেলিকপ্টারে  করে মহিলাদের মন্দিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা  হয়েছে। সে অভিযোগ অস্বীকার করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Advertisement
Advertisement