সাংগ্রুর: কাজে এলো না ১০৯ ঘণ্টার লড়াই। পাঞ্জাবে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া শিশুকে (Punjab Boy) শেষমেশ উদ্ধার করা গেলেও প্রাণ বাঁচানো গেল না। পাঞ্জাবের ভগবানপাড়া গ্রামের বাসিন্দা ছোট্ট ফাতেভীর বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ খেলতে খেলতে এই অব্যবহৃত কুয়োর সামনে চলে আসা। কুয়োর মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কিছুটা বাদে কুয়োর উপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করে সে।
উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়ায় বোমার আঘাতে মৃত ১
.
পুলিশের একাংশ কাজ করছে না, মানলেন মমতা, পদত্যাগ করুন, দাবি বিজেপির
আর তখনই ঘটে যায় বিপত্তি। মায়ের চেষ্টা সত্ত্বেও বছর দুয়েকের শিশু কুয়োতে পড়ে যায়। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে শুরু হয় উদ্ধার কাজ। আজ পাঁচ দিনের মাথায় উদ্ধার হল শিশুটির দেহ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শেষ করে শিশুটিকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘ চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই হেলিকপ্টার প্রস্তুত করে রাখা ছিল। তবু সড়ক পথে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। শিশু মৃত্যু নিয়ে শোক জ্ঞাপন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি লেখেন শিশুটির মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। ঈশ্বর তার পরিবারকে এই কঠিন সময়ের সম্মুখীন হওয়ার শক্তি দিন। গতকাল থেকেই উদ্ধার কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। তখনও টুইট করেন মুখ্যমন্ত্রী জানান গোটা পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। স্থানীয়দের পাশাপাশি আপের সাংসদ ভগবন্ত মানও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে।