This Article is From Nov 05, 2018

দুই কন্যাকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার বাবা

নিজের দুই কন্যাকে কুপিয়ে হত্যা করল এক বাবা। পুলিশ গ্রেফতার করল তাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে।

দুই কন্যাকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার বাবা

কেন এই হত্যাকাণ্ড, খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা:

নিজের দুই কন্যাকে কুপিয়ে হত্যা করল এক বাবা। পুলিশ গ্রেফতার করল তাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে। পুলিশ জানায়, "বরাবরি গ্রামের বাসিন্দারা আমাদের কাছে প্রথম খবর নিয়ে আসে যে, ওই গ্রামেরই এক বাসিন্দা তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। ওই ব্যক্তির স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে। তারপরই সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি"। মৃত দুই নাবালিকার নাম সীমা ও পূজা। তাদের বয়স যথাক্রমে 14 বছর ও 10 বছর। তাদের মা বাজারে গিয়েছিল ওই সময়টা। তারা বাবার সঙ্গে বাড়িতেই ছিল। ওই ব্যক্তির স্ত্রী বাড়ি ফিরে এসে দেখেন, দরজায় তালা মারা রয়েছে। তারপরই তিনি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির নাম বিপ্লব  কুমার দাস। বয়স 34 বছর। আগে তার একটি ছোটখাটো ব্যবসা ছিল। এখন সেই ব্যবসা বন্ধ হওয়ায় বিপ্লব বেকার। 

"প্রথমে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু, আমরা সমস্ত ঘটনাক্রম পুঙখানুপুঙখভাবে বিচার করে তদন্ত এগিয়ে নিয়ে যাই এবং অভিযুক্তকে গ্রেফতার করি। কেন এই হত্যাকাণ্ড সংগঠিত হল, সেটাই জানার চেষ্টা করছি আমরা এখন", জানিয়েছেন ভবানীপুর থানার এক পদস্থ পুলিশকর্তা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.