বেজিং-এর প্রাইমারি স্কুল থেকে শিশুদের বের করে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা (এএফপি)
বেজিং: বেজিং-এর একটি প্রাইমারি স্কুলের হামলার ঘটনায় একজনক গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চিনের রাজধানী শহরে শিশুদের ওপর এটি বড় হামলা। সোশ্যাল মিডিয়ায় শিচেং সরকার জানিয়েছে, আহত ২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর, যদিও তাদের অবস্থা স্থিতিশীল। হামলার কোনও বিস্তারিত তথ্য দেয় নি শিচেং সরকার। তবে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে ছুরি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে শিশুদের।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, সিবিআই অধিকর্তা পদে ফিরছেন অলোক বর্মা
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্কুল সংলগ্ন একটি হাসপাতালের বাইরে ৬ টি পুলিশ ভ্যান রয়েছে।হামলা সম্পর্কে ফোনে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করতে চায় নি পুলিশ।
চিনে এই ধরণের হিংসাত্মক হামলা খুব একটা হয় না। তবে বিগত কয়েকবছরে একাধিকবার কুড়ুল এবং ছুরি নিয়ে হামলা হয়েছে।তারমধ্যে বেশীরভাগ ক্ষেত্রে শিশুদের টার্গেট করা হয়েছে।