This Article is From May 07, 2018

বঙ্গের নদীয়ায় ঝড়-বৃষ্টিতে 200 বাড়ি ধ্বংস

ঘন্টায় 90 থেকে 100 কিমি. গতিবেগে ঝড় হওয়ার জন্য রানাঘাট, হাঁসখালি এবং কৃষ্ণনগর এলাকা প্রচন্ড ভাবে বিধ্বস্ত হয়েছে. 

বঙ্গের নদীয়ায় ঝড়-বৃষ্টিতে 200 বাড়ি ধ্বংস

প্রচন্ড ঝড়-বৃষ্টির জন্য সাত জন মানুষ আহত হয়েছে এবং প্রায় 200 টি বাড়ি ধ্বংস হয়ে গেছে.

Krishnagar, West Bengal: কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ: জেলা ম্যাজিস্ট্রেট সুমিত গুপ্ত জানিয়েছেন, রবিবারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় প্রচন্ড ঝড়-বৃষ্টির জন্য সাত জন মানুষ আহত হয়েছে এবং প্রায় 200 টি বাড়ি ধ্বংস হয়ে গেছে. 

ঘন্টায় 90 থেকে 100 কিমি. গতিবেগে ঝড় হওয়ার জন্য রানাঘাট, হাঁসখালি এবং কৃষ্ণনগর এলাকা প্রচন্ড ভাবে বিধ্বস্ত হয়েছে. 

 শ্রী গুপ্ত বলেছেন যে, গাছ উপড়ে পড়ার জন্য সাত জন মানুষ আহত হয়েছে. জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, প্রায় 200 টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং 300 টি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত.     

ঝড় বৃষ্টি
.