কলকাতা: ২০০১ সালের সংসদ আক্রমণের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও হিংসা কোন উদ্দেশ্য অর্জন করতে পারে না কখনও।"
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমলনাথ: সূত্র
সংসদ আক্রমণের ১৭ তম বার্ষিকী উপলক্ষে টুইটারেই নিজের বার্তা প্রকাশ করেছেন মমতা। তিনি জানান, "হিংসা অবশ্যই সবাইকে এড়িয়ে চলতে হবে"। তিনি টুইটে লিখেছেন, "আজ ভারতীয় সংসদ আক্রমণের ১৭ তম বার্ষিকী। এই দিনে প্রাণ হারিয়েছিলেন যারা, আর যারা দায়িত্ব পালনে অবিচল থেকে শহীন হন তাঁদের আমার বিনম্র শ্রদ্ধা ও পরিবারের প্রতি সহানুভূতি। সন্ত্রাসবাদ ও হিংসা কোনও উদ্দেশ্য অর্জন করে না, এবং সর্বোপরি আমাদের উচিৎ হিংসা বিসর্জন দেওয়া।”
রাহুল গান্ধি বলছি, রাজ্যে কার নেতা হওয়া উচিত, মুখ্যমন্ত্রী বাছতে কর্মীদের মত চাইলেন সভাপতি
২০০১ সালের ১৩ ডিসেম্বর, পাঁচজন বন্দুকধারী ঢুকে পড়ে সংসদে। ঢুকেই সংসদ চত্বরে এলোপাথাড়ি গুলি চালায় তাঁরা। দিল্লি পুলিশের পাঁচজন সদস্য, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক মহিলা কর্মকর্তা, দুই সংসদ নিরাপত্তাকর্মী ও ওয়ার্ড কর্মী, একজন মালী এবং একজন ক্যামেরাপার্সন এই হামলায় নিহত হন।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)