This Article is From May 25, 2018

2013 বুদ্ধগয়া বিস্ফোরণ কান্ড: পাঁচজন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করল পাটনার আদালত

2013 সালে বুদ্ধগয়া বিস্ফোরণের ঘটনায় শুক্রবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করল পাটনার বিশেষ আদালত। এই পাঁচজনই সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

2013 বুদ্ধগয়া বিস্ফোরণ: পাঁচজন আহত হয়েছিলেন এই বিস্ফোরণে।

পাটনা:

2013 সালে বুদ্ধগয়া বিস্ফোরণের ঘটনায় শুক্রবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করল পাটনার বিশেষ আদালত। এই পাঁচজনই সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য।
2013’র 17 জুলাই মহাবোধি মন্দিরে ভিতরে এবং আশেপাশে পরপর মোট দশটি বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায় দুজন সন্ন্যাসী সহ মোট পাঁচজন আহত হন।
যে পাঁচজন সন্ত্রাসবাদীকে দোষী সাব্যস্ত করা হল, তাদের মধ্যে আছে, হায়দার আলি। এই গোটা বিস্ফোরণ কান্ডের মাথা।
আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন তাদের শাস্তি ঘোষণা করা হবে।  

Advertisement