This Article is From Oct 09, 2018

2019 Lok Sabha Elections: সোশ্যাল মিডিয়ায় সম্মুখ সফরে তৃণমূল - বিজেপি

2019 Lok Sabha Elections:লোকসভা নির্বচনের আগে সোশ্যাল মিডিয়াতেও সম্মুখ সফরে তৃণমূল এবং বিজেপি। দু’দলই চাইছে এক ওপরকে টেক্কা দিতে।

2019 Lok Sabha Elections: সোশ্যাল মিডিয়ায় সম্মুখ সফরে তৃণমূল - বিজেপি

2019 Lok Sabha Elections:তৃণমূলের মতো তৈরি হচ্ছে  বিজেপিও।

কলকাতা:

লোকসভা নির্বচনের আগে সোশ্যাল মিডিয়াতেও সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। দু’দলই চাইছে এক ওপরকে টেক্কা দিতে। এ রাজ্যের 42 টি লোকসভার  আসন রয়েছে। এখন তার মধ্যে 34 টি এখন তৃণমূলের দখলে। কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহ চান আগামী নির্বাচনে 22টি আসনে  জিততে। আবার নিজেদের জায়গা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এই প্রেক্ষাপটেই হচ্ছে কোমর বাঁধছে দু’পক্ষ। তৃণমুলের আই টি সেল দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেকল ও ব্রায়েন। জানা গিয়েছে  এই দু’জনের নেতৃত্বে 10 তারিখ নজরুল মঞ্চে একটি সভা হতে চলেছে। সেখানে  তৃণমূলের আইটি সেলের সদস্যরা থাকবেন। থাকবেন নেতা-মন্ত্রীরাও। বিজেপির মন্ত্রীদের মতো তাঁদেরও যে সক্রিয় হতে হবে সেকথা বলা হবে। পাশাপাশি রাজ্যের 40 হাজার যুবককে  প্রশিক্ষণও দেওয়া হবে। একই সঙ্গে 10 হাজার  হোয়াটস অ্যাপ গ্রুপও খুলতে চাইছে তৃণমূল। তাঁর প্রতিটিতে থাকবেন 256 জন করে সদস্য। এর মধ্যে হাজার  তিনেক গ্রুপ খোলা হয়ে গিয়েছে  এর মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি যে গুরত্বপূর্ণ তা ভাল করেই জানে  তৃণমূল। দলের ছাত্র সমাবেশ  থেকে মমতা নিজেও সেই বার্তাই দিয়েছেন।

তৃণমূলের মতো তৈরি হচ্ছে  বিজেপিও। জুন মাসে রাজ্যে এসে বিজেপি সভাপতি অমিত শাহও দলকে সোশ্যাল মাধ্যমে সক্রিয় হতে বলেছেন। আইটি সেলের সদস্যদের সঙ্গে বৈঠকওঁ করেছেন অমিত। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি বিরুদ্ধে সোচ্চার হওয়ার কাজই করছেন তাঁরা। অন্যদিকে রাজ্য শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান ব্লকে ব্লকে আলাদা হোয়াটস গ্রুপ এবং ফেসবুক পেজ তৈরির কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রের মোদী সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলির প্রচার করা হবে।                   

 

.