চৌষট্টিটি দল তৈরি হয়েছে। সেখানে আছেন বহু বিশেষজ্ঞ।
হাইলাইটস
- 31টি সিংহকে আলাদা করে রাখা হয়েছে
- মৃত্যুর কারণ খুঁজতে 64 টি দল গঠন করা হয়েছে
- বর্ষার তিন মাসে সিংহের মৃত্যুর সংখ্যা বাড়ে
নিউ দিল্লি: গুজরাটের গির অরণ্যে আরও দশটি সিংহের মৃতদেহ উদ্ধার হল। এ নিয়ে গত 18 দিনে 21টি সিংহের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর। যকৃতে সংক্রমণ এবং নিজেদের মধ্যে মারামারির জন্যই প্রাণ হারিয়েছে সিংহগুলি। প্রথমেই 31 টি সিংহকে চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তাদের আলাদা রাখার সিদ্ধান্তও হয়েছে। তবে সব সিংহের মৃত্যুই হয়েছে সামারদি নামে একটি এলাকায়। এমনই দাবি এক বনকর্তার। তিনি জানান ওই এলাকায় এরকম ঘটনা বার বার ঘটছে কেন তা খতিয়ে দেখা হচ্ছে।
চৌষট্টিটি দল তৈরি হয়েছে। সেখানে আছেন বহু বিশেষজ্ঞ। কেন্দ্র থেকে একটি দলও এসেছে গিরে। এমনিতে প্রতি বছর এখানে গড়ে একশো সিংহের মৃত্যু হয়।
বর্ষার তিন মাসের মধ্যে মৃত্যু সংখ্যা বেশি থাকে অনেকটাই। 2015 সালের তথ্য বলছে গিরে মোট 523টি সিংহ আছে তার মধ্যে 109 টি পুরুষ এবং 201টি মহিলা। শিশু সিংহের সংখ্যা 73টি।.