This Article is From Jan 09, 2020

মানসিক নির্যাতনে উত্তর প্রদেশে আত্মঘাতী 'গণধর্ষিতা' তরুণী

এদিকে জেলার এসপি আকাশ তোমার বলেছেন, পুলিশকে মৃতার বাবা জানিয়েছেন, তার মেয়ে আত্মহত্যা করেছে। এবং তারা কাউকে সন্দেহ করে না

মানসিক নির্যাতনে উত্তর প্রদেশে আত্মঘাতী 'গণধর্ষিতা' তরুণী

বারাবাঁকির জাহাগিরাবাদের আইনের ওই ছাত্রীর দেহ বুধবার সকালে ঘরের সিলিং থেকে ঝুলতে দেখা গিয়েছে

নিউ দিল্লি:

মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গণধর্ষণের শিকার এক তরুণী। উত্তর প্রদেশের বারাবাঁকির এই ঘটনায় মৃতের মায়ের দাবি, "গণধর্ষণে অভিযুক্তদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে এই চরম পথ নিয়েছে।" বারাবাঁকির জাহাগিরাবাদের আইনের ওই ছাত্রীর দেহ বুধবার সকালে ঘরের সিলিং থেকে ঝুলতে দেখা গিয়েছে।পরিবারের অভিযোগ, কোঠি থানার সেমরাভা গ্রামের শিবপল্টন আর শিবকুমার চার মাস আগে আইনের ওই ছাত্রীকে গণধর্ষণ করে।

“বিচার পেল দেশের মেয়ে”, প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের

তারপর থেকেই ওই নির্যাতিতাকে ধমকে-চমকে রাখত দুই অভিযুক্ত। সেই নির্যাতন সহ্য করতে না পেরে এদিন আত্মহত্যা করেছে তাদের মেয়ে, পুলিশের কাছে অভিযোগ করেছে পরিবার। শিবকুমার এলাকায় প্রভাবশালী হওয়াতে পুলিশ প্রথমদিকে গণধর্ষণের অভিযোগ নিতে চায়নি। কিন্তু পরে কোর্টের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, এখনও কেউ গ্রেফতার হয়নি, অভিযোগ মৃতার মায়ের।

নির্ভয়া কাণ্ডে ফাঁসির প্রস্তুতি নিয়ে জল্পনা, অন্যতম অপরাধী পবনকে সরানো হল তিহার জেলে

এদিকে জেলার এসপি আকাশ তোমার বলেছেন, পুলিশকে মৃতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। এবং তাঁরা কাউকে সন্দেহ করে না। তিনি বলেন, "মিথ্যা গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন মৃতার মা। একটা গাড়ির টাকাপয়সা সংক্রান্ত বিবাদে ওই আইনের ছাত্রী আর তাঁর মায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন মূল অভিযুক্ত। এরপরেই ওদের ধর্ষণের অভিযোগে ফাঁসানো হয়েছে। এখনও পর্যন্ত পুলিশি তদন্তে এই তথ্যই আমাদের হাতে এসেছে।'



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.