This Article is From Aug 25, 2018

আলিপুরদুয়ার থেকে উদ্ধার 230 কিলো গাঁজা, ধৃত দুই

নারকোটিক ব্যুরোর কলকাতা শাখা গতকাল আলিপুরদুয়ার জেলার একটি গাড়ি থেকে 230 কেজি গাঁজা উদ্ধার করল।

আলিপুরদুয়ার থেকে উদ্ধার 230 কিলো গাঁজা, ধৃত দুই

মোট 40 লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক নিয়ে এসেছিল তারা।

আলিপুরদুয়ার:

নারকোটিক ব্যুরোর কলকাতা শাখা গতকাল আলিপুরদুয়ার জেলার একটি গাড়ি থেকে 230 কেজি গাঁজা উদ্ধার করল। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নারকোটিক ব্যুরোর এক পদস্থ কর্তা। আলিপুরদুয়ারের মাদারিহাট অঞ্চলে নারকোটিক ব্যুরো ও সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর যৌথ অভিযান চলছিল। সেই সময়ই ওই গাঁজাভর্তি গাড়িটিকে আটক করা হয়। “দুজনকে ধরা হয়েছে এই ঘটনায়। ধৃত দুই ব্যক্তিই অসমের ধুবড়ি জেলার বাসিন্দা। সেখান থেকেই মোট 40 লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক নিয়ে এসেছিল তারা। একটি ট্রাকে করে ফালাকাটা স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময়ই তাদের গ্রেফতার করা হয়। ওই মাদক নিয়ে কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের”, একটি বিবৃতি দিয়ে এই কথা বলেন নারকোটিক ব্যুরোর কলকাতা শাখার জোনার ডিরেক্টর দিলীপ কুমার শ্রীবাস্তব।

তিনি জানান, ওই দুই ধৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত করা মাদকের সঙ্গেই শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।  

.