Read in English
This Article is From Feb 19, 2020

আমেরিকার সঙ্গে ২৪টি নৌসেনা হেলিকপ্টারের চুক্তি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সফরে

ভারতের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তির ব্যাপারে সন্ধিগ্ধ রাষ্ট্রপতি ট্রাম্পের দু’দিনের এই সফরে সম্ভবত এই একটি চুক্তিই স্বাক্ষরিত হবে।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

২৪টি নৌসেনার হেলিকপ্টার বাবদ ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি হতে পারে আমেরিকার সঙ্গে।

নয়াদিল্লি:

দু'দিনের ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তাঁর সঙ্গে ভারতের ২৪টি নৌসেনা হেলিকপ্টার বাবদ ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি হতে পারে। ভারতের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তির ব্যাপারে সন্ধিগ্ধ রাষ্ট্রপতি ট্রাম্পের দু'দিনের এই সফরে সম্ভবত এই একটি চুক্তিই স্বাক্ষরিত হবে। ওই ২৪টি হেলিকপ্টার ‘এমএইচ ৬০আর' স্থানান্তরিত হবে অপ্রচলিত হয়ে পড়া ব্রিটিশ ‘সি কিং' চপারের পরিবর্তে। প্রসঙ্গত, ৪৯ বছর আগে ওই ব্রিটিশ সেনা হেলিকপ্টার ব্যবহার শুরু করে ভারত। ‘এমএইচ ৬০আর' হেলিকপ্টার ডুবোজাহাজ ও জাহাজের মোকাবিলা করতে পারে।

তাঁকে স্বাগত জানাতে আসবেন ৭০ লক্ষ! ডোনাল্ড ট্রাম্পের দাবিতে টুইটারে ব্যঙ্গের বন্যা

এরপর থেকে ‘সি কিং'-ই ব্যবহৃত হয়েছে ভারতের প্রধান নৌসেনা হেলিকপ্টার হিসেবে। অবশেষে এই নতুন হেলিকপ্টার পেতে চলেছে ভারত। গত বছরই এই হেলিকপ্টার বিক্রয়ের ব্যাপারে সম্মতি দিয়েছিল আমেরিকা।

তবে এই হেলিকপ্টার সম্পর্কে আলোচনা এগোলেও শেষ পর্যন্ত মূল্য নিয়ে মতান্তরের কারণে সেটি বাতিল হয়ে যায়।

১৯৭১ সালের জুলাই মাসে আইএনএস বিক্রান্তে এসেছিল ভারতের প্রথম নৌসেনা হেলিকপ্টার ‘সি কিং'।

Advertisement

২০১৮ সালের নভেম্বরে ভারত সরকারের তরফে ২৪টি ‘এমএইচ-৬০' হেলিকপ্টারের জন্য অনুরোধ করা হয় আমেরিকাকে।

এই হেলিকপ্টার আমেরিকান জাহাজ, ড্রোন ও ডুবোজাহাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে অভিযান চালালে তাতে কোনও অসুবিধা হবে না।

Advertisement
Advertisement