জম্মু-কাশ্মীরের কিশ্ত্বর জেলায় পাহাড়ের ওপর থেকে বাস পড়ে প্রাণ হারিয়েছে ৩৩ জন। সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুসারে বাসটি আসছিল কেশ্বান থেকে। এই ঘটনায় আহত হয়েছেন ২২ জন। কিশ্ত্বরের ডেপুটি কমিশনার আঙ্গ্রেজ সিং রানা সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন বিষয়টি।
টুইট করে দুঃখ প্রকাশ করেছেন মেহবুবা মুফতি, তিনি জানিয়েছেন, ''হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত, নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে। ''
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদ সংস্থা PTI -এর রিপোর্ট অনুসারে, সকাল ৭:৩০ তা নাগাদ শিড়্গওয়ারির কাছে বাস নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, জম্মু-কাশ্মীরের আইজিপি PTI-কে জানিয়েছেন, ২০ জন যাত্রীর মৃত শরীর শীঘ্রই উদ্ধার করা সম্ভব হয়েছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেই সাথে বাসটি খুবই দ্রুত আসছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।
পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, উদ্ধার কার্য চলছে। ২৭ জুন এই রকম এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ জন পড়ুয়া, তারপর থেকে এই এলাকায় সমস্ত ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেওয়া হয়েছে।