নিউ দিল্লি: 27 February: কিছু কিছু ঘা শুকোয় না, ষোলো বছরেও না। যেমন শুকোয়নি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির দগদগে যন্ত্রণা আর গোঙানির শব্দ। গুজরাটের গোধরা স্টেশন থেকে রওনা হওয়া সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দিয়েছিল উন্মত্ত জনতা। নিরপরাধী মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে অর্ধোন্মাদ মানুষজন। ৫৯ জন মানুষের হত্যার দিন হয়ে জেগে রয়েছে ২৭ ফেব্রুয়ারি।
আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশন থেকে যাত্রা শুরু করা মাত্র কেউ চেন টেনে গাড়ি থামিয়ে দিয়েছিল এবং তারপর একটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ট্রেনে অধিকাংশই ছিলেন হিন্দু তীর্থযাত্রী, সকলেই অযোধ্যা থেকে ফিরছিলেন। এই ঘটনার পরে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি এমনই মারাত্মক আকার নেয় যে খোদ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জনসাধারণের কাছে শান্তির আবেদন করেন। এই দেশ ২৭ ফেব্রুয়ারি ভোলেনি। বরং আজকের এই উত্তাল সময়ে আরও বেশি করেই যেন সেই ইতিহাস আরও গেঁড়ে বসছে আমাদের মনে। তবে ২৭ ফেব্রুয়ারি দিনটি আরও নানাভাবেই গুরুত্বপূর্ণ কেন দেখে নিন-
জামাত উল মুজাহিদিনের আরও দুই সদস্যকে গ্রেফতার করল এসটিএফ
১৯৩১: ব্রিটিশ পুলিশদের সাথে সংঘর্ষের ফলে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে এলাহাবাদের আলফ্রেড পার্কে নিজেকে গুলি করে হত্যা করেন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ।
১৯৫৩: আগামী প্রজন্মের জন্য ইংরাজি ভাষাকে আরও সহজ করে তোলার জন্য ব্রিটেনের সংসদে ‘স্পেলিং বিল' প্রস্তাব পেশ করা হয়।
১৯৯১: আমেরিকার রাষ্ট্রপতি জর্জ বুশেরযুদ্ধে বিজয়ী হওয়ার ঘোষণার পাশাপাশি যুদ্ধবিরামও ঘোষণা করেছিলেন। আগস্ট ১৯৯০ সালে ইরাক দ্বারা কুয়েত হামলার পরে আমেরিকা হস্তক্ষেপ করেছিল।
১৯৯৯: নাইজেরিয়ায় গত ১৫ বছরে প্রথম অসামরিক শাসক নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়।
২০০২: গুজরাটের আহমেদাবাদে সবরমতী এক্সপ্রেসে গোধরা স্টেশনে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ৫৯ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
২০০৯: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন যে ইরাক থেকে ২০১০ সালের আগস্ট মাসের মধ্যেই অধিকাংশ সেনা তুলে নেওয়া হবে এবং অবশিষ্ট সেনা ২০১১-সালের শেষের মধ্যেই দেশে ফিরে আসবে।
বালাকোটে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের বিস্ফোরণকে ভূমিকম্প ভেবেছিলেন পাক বাসিন্দারা!
২০১০: চিলিতে ৮.৮ এর তীব্রতার ভয়ানক ভূমিকম্প এবং সুনামিতে উপকূলবর্তী এলাকাগুলির বিশাল ক্ষতি হয়। গত ৫০ বছরে এটিই এই এলাকার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।
ভিডিও: গোধরা কান্ড এবং নরেন্দ্র মোদি