দিল্লি গামী বাস দুর্ঘটনার কবলে
নিউ দিল্লি: যমুনা এক্সপ্রেস ওয়েতে (Yamuna Expressway) বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৯ জন। এই এক্সপ্রেস এটি ৬ টি (six-lane) রাস্তা যুক্ত। পুলিশ সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, বাসটি ১৫ ফুট নিচে পরে যায়, ড্রেনে গিয়ে পরে। ১৬৫ কিমি. দৈর্ঘ্য বিশিষ্ঠ এই রাস্তাটি উত্তর প্রদেশের (Uttar Pradesh) নয়ডা (Noida) থেকে আগ্রাকে (Agra) সংযুক্ত করেছে। বাসটি লখনৌ (Lucknow) থেকে দিল্লির (Delhi) দিকে আসছিল।
উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ''একটি স্লীপার কোচ বিশিষ্ঠ যাত্রী বাহি বাস লখনৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কার্য চলছে। ''
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, ড্রাইভারের চোখ লেগে আসার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের বাসটি দুমড়ে গেছে এবং সেখান থেকেই দেহ গুলিকে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বেশ বড়ো ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে। পচা পাঁকের মধ্যে থেকে যত শীঘ্র সম্ভব দেহ গুলি বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।
জেলা বিচারপতি জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।