This Article is From Aug 09, 2018

ফের এটিএম জালিয়াতির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্তরা

পুলিশ জানিয়েছে, এটিএম জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছে যে তিনজন তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে মাঝপথে পড়া ছেড়ে দেয়।

ফের এটিএম জালিয়াতির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্তরা

ওই নিরাপত্তারক্ষীকে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

কলকাতা:

ফের এটিএম জালিয়াতির চেষ্টা শহরে। এবারে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, এটিএম জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছে যে তিনজন তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে মাঝপথে পড়া ছেড়ে দেয়। পুলিশের এক কর্তা জানান, দু'টি স্কিমিং যন্ত্র, একটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।

তিনি আরও জানান, গতকাল সন্ধেবেলায় দক্ষিণ কলকাতার এলগিন রোডের একটি এটিএমের মেশিনে ওই স্কিমিং যন্ত্রের একটি ঢোকানোর সময় নিরাপত্তারক্ষী হাতে নাতে ধরে ফেলে এক ব্যক্তিকে। তাকে পাকড়াও করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই নিরাপত্তারক্ষীকে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

পুলিশ যাকে গ্রেফতার করেছে, তার নাম রোহিত নায়ার। মুম্বইয়ের একটি কলেজের ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট সে। পুলিশ জানায়, রোহিতের দুই সহকারি সাহিল খান এবং সুধীর রাজেনকে গ্রেফতার করা হয়েছে যথাক্রমে বিমানবন্দর সংলগ্ন অঞ্চল এবং সিআইটি রোড থেকে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.