This Article is From Jan 10, 2020

মোবাইল চোরকে নির্মম মারধর, অভিযুক্ত তিন পুলিশ কর্মী সাসপেন্ড, দায়ের এফআইআর

পুলিশ আধিকারিক শ্রীপতি মিশ্র জানিয়েছেন, ওই তিন কনস্টেবল চন্দ্রমৌলেশ্বর সিংহ, লাল বিহারী ও জিতেন্দ্র যাদবকে সাসপেন্ড করা হয়েছে।

মোবাইল চোরকে নির্মম মারধর, অভিযুক্ত তিন পুলিশ কর্মী সাসপেন্ড, দায়ের এফআইআর

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির তোলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

দেওরিয়া:

মোবাইল চুরিতে অভিযুক্ত এক ব্যক্তিকে (Mobile Thief) নির্মম মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই ওই ঘটনার কথা জানা যায় বলে এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম সুমিত গোস্বামী। বুধবার মাহেন গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় মোবাইল চুরি করার অভিযোগে। এরপর তিন কনস্টেবল তাঁকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাটির ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে কেঁপে উঠল চুঁচুড়া সহ নৈহাটি অঞ্চল, ফাটল বাড়িতে

বর্ষীয়ান পুলিশ আধিকারিক শ্রীপতি মিশ্র জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ওই তিন কনস্টেবল চন্দ্রমৌলেশ্বর সিংহ, লাল বিহারী ও জিতেন্দ্র যাদবকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান।

'চলুন আপনার বিপ্লব ভাগাই', হেফাজতে নিগ্রহের অভিযোগ লখনউয়ের নাট্যকর্মীর

তিনি বলেন, ‘‘এইভাবে কাউকে প্রহার করা মেনে নেওয়া হবে না। ওই কনস্টেবলদের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।''

.