Read in English
This Article is From Jan 22, 2019

সিবিআইয়ে আবারও বদলি, নতুন ডিরেক্টর নির্বাচন করতে বৈঠক বৃহস্পতিবার

নীরব মোদী এবং মেহুল চোক্সির বিরুদ্ধে তদন্তকারী আধিকারিক এসকে নায়ারকে বদলি।তাঁর বদলির নির্দেশ দেন নাগেশ্বর রাও।

Advertisement
অল ইন্ডিয়া

অক্টোবরে সিবিআইয়ের অন্তবর্তীকালীন ডিরেক্টর নাগেশ্বর রাওয়ের করা বদলি নিয়ে প্রশ্ন ওঠে

Highlights

  • সোমবার ২০ জন আধিকারিককে বদলির নির্দেশ দেন সিবিআইয়ের অন্তর্বতীকালীন ডিরেক্
  • বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন নীরব মোদী, মেহুল চোক্সির বিরুদ্ধে তদন্
  • নতুন সিবিআই ডিরেক্টর নির্বাচন করতে বৃহস্পতিবার বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্
নিউ দিল্লি :

সিবিআইয়ে ২০ জন আধিকারিক বদলির নির্দেশ দিলেন অন্তবর্তীকালীন সিবিআই ডিরেক্টর নাগেশ্বর রাও। তাঁকে সিবিআই ডিরেক্টর পদে বদলি করা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। তারমধ্যেই সোমবার প্রায় ২০ জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন নীরব মোদী এবং মেহুল চোক্সির বিরুদ্ধে তদন্তকারী আধিকারিকও।

অলোক বার্মাকে সরানোর পর নতুন সিবিআই ডিরেক্টরের নাম চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি। তার আগেই এই বদলির নির্দেশ।

রাজীবের মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর

Advertisement

বদলির নির্দেশিকা অনুসারে, নীরব মোদী এবং মেহুল চোক্সির বিরুদ্ধে তদন্তকারী আধিকারিক এসকে নায়ারকে মুম্বইয়ের দূর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে। নায়ারের জায়গায় আনা হয়েছে, স্টারলাইট বিক্ষোভের তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক ও সর্বাননকে।

হালুয়া সেরিমনি দিয়ে বাজেট বক্তৃতার নথিপত্র ছাপার কাজ শুরু হল

Advertisement

দূর্নীতি দমন শাখার প্রধান তথা টুজি স্পেকট্রামের তদন্তের দায়িত্বে থাকা বিবেক প্রিয়দর্শীনিকেও সরানো হয়েছে।

তবে বদলির নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ঘটবার তদন্তের দায়িত্বে ছিলেন বদলির নির্দেশ পাওয়া আধিকারিকরা, তাঁরা সেই সব তদন্ত চালিয়ে যেতে পারবেন।

Advertisement

 

  .  

অক্টোবরে অলোক বার্মাকে ছুটিতে পাঠিয়ে নাগেশ্বর রাওকে অন্তবর্তীকালীন সিবিআই ডিরেক্টর পদে বসানো হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অলোক বার্মা। চলতি বছরের শুরুতে তাঁকে সিবিআই ডিরেক্টর পদে শর্তসাপেক্ষে পুনর্বহাল করে শীর্ষ আদালত। পদে ফিরে নাগেশ্বর রাওয়ের বদলির নির্দেশ বাতিলও করে দেন তিনি। বিশেষ করে যে  সমস্ত আধিকারিকরা তাঁর টিমে ছিলেন তাঁদের বদলির নির্দেশিকা রদ করে দেন। যদিও পরে অলোক বার্মাকে অপসারন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি।

Advertisement