This Article is From Dec 02, 2018

হাওড়ায় শিশুকেন্দ্রের মেয়েদের যৌন নির্যাতন করে গ্রেপ্তার কেন্দ্রেরই তিন কর্মী

একজন দোভাষীর সাহায্য নিয়ে ওই নির্যাতিত মেয়েদের সঙ্গে কথা বলে পুলিশ এবং তারপরেই অপরাধীদের চিহ্নিত করা হয়

হাওড়ায় শিশুকেন্দ্রের মেয়েদের যৌন নির্যাতন করে গ্রেপ্তার কেন্দ্রেরই তিন কর্মী

অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে

কলকাতা:

হাওড়া জেলার একটি শিশুসেবা কেন্দ্রে প্রতিবন্ধী মেয়েদের যৌন নির্যাতনের ঘটনায় ওই কেন্দ্রেরই তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেলা পুলিশের একটি দল জয়পুরে ওই শিশুসেবা কেন্দ্র, চিরনবীন-শিশু ও মহিলা আশ্রয়ের পরিদর্শন করেছিল।

পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্তা জানান, "অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং অন্য কেউ জড়িত থাকলে আবারও গ্রেপ্তার করা হবে।" একজন দোভাষীর সাহায্য নিয়ে ওই নির্যাতিত মেয়েদের সঙ্গে কথা বলে পুলিশ এবং তারপরেই অপরাধীদের চিহ্নিত করা হয়। এই মেয়েদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও।

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজেরই তিন বছরের কন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ‘বাবা'

এই কেন্দ্রের সাধারণ সম্পাদক সুকুমার সাও বলেন, "ঘটনাটি সম্পর্কে আমাদের কোন ধারণাই ছিল না এবং আমরা এরপর নিশ্চিত করছি যে সব অপরাধীদেরই গ্রেপ্তার করা হয়েছে।”

 

আরও খবর পড়ুন এখানে 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.