This Article is From Jun 19, 2018

বীরভূমে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারল অ্যাম্বুলেন্স, নিহত 3

বীরভূমের লাভপুরে সকালবেলা চলন্ত অ্যাম্বুলেন্সটির সামনের চাকার একটি টায়ার ফেটে যাওয়ার পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, জানায় পুলিশ।

বীরভূমে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারল অ্যাম্বুলেন্স, নিহত 3

পুলিশ জানিয়েছে গুরুতর জখম অবস্থায় অ্যাম্বুলেন্সের চালকও হাসপাতালে ভর্তি রয়েছেন।

কলকাতা: এক দম্পতি সহ মোট তিনজনকে গতকাল একটি নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্স পিষে দিল। ওই তিনজন একটি বাইক ও একটি সাইকেলে ছিলেন। ওই বাইক ও সাইকেলকেও পিষে দিয়েছে অ্যাম্বুলেন্সটি। ঘটনাটি বীরভূম জেলায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বীরভূমের লাভপুরে সকালবেলা চলন্ত অ্যাম্বুলেন্সটির সামনের চাকার একটি টায়ার ফেটে যাওয়ার পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, জানায় পুলিশ।

“প্রচন্ড দ্রুতগতিতে ধেয়ে আসা ওই অ্যাম্বুলেন্সটির সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ার পর সেটি প্রবল গতিতে ডানদিকে ঘুরে কাটোয়া-সিউড়ি রোড দিয়ে বাইকে চড়ে যেতে থাকা দুই আরোহীকে ধাক্কা মারে। বাইকে ছিলেন শেখ গিয়াসুদ্দিন ও তাঁর স্ত্রী জেসমিন বিবি। ঘটনাস্থলেই মারা যান দুজনে”। লাভপুর থানার ওসি এই কথা জানান।

“অ্যাম্বুলেন্স্টি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরিয়ে যাওয়ার সময় সেটি একটি সাইকেলে ধাক্কা মারে সজোরে। সাইকেল আরোহী গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয় হাসপাতালে”, বলেন লাভপুর থানার ওসি।

পুলিশ জানিয়েছে গুরুতর জখম অবস্থায় অ্যাম্বুলেন্সের চালকও হাসপাতালে ভর্তি রয়েছেন।

“এখনও কোনও অভিযোগ আসেনি। এই নিয়ে আমরা এখন তদন্ত চালাচ্ছি”, বলেন ওই অফিসার।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.