This Article is From Jun 08, 2019

উত্তর ২৪ পরগনায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে মৃত ৩

দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষ বাঁধে।

উত্তর ২৪ পরগনায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে মৃত ৩

সংঘর্ষে ২৬ বছরের যুবক তৃণমূল কর্মী কায়ুম মোল্লার মৃত্যু হয়।(প্রতীকি ছবি)

কলকাতা:

বিজেপি-তৃণমূল(BJP_TMC) সংঘর্ষে তিনজনের মৃত্যু হল উত্তর ২৪ পরগনায়। মৃতদের মধ্যে রয়েছেন দুজন বিজেপি এবং এক তৃণমূলকর্মী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে দোষারোপের পালা। দলীয় পতাকা সরানো কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে( Nayjat) সংঘর্ষ বাঁধে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২৬ বছরের কায়ুম মোল্লার, তিনি তৃণমূল কর্মী। বিজেপির (BJP) দাবি, তৃণমূল কর্মীদের গুলিতে তাঁদের তিন কর্মীর মৃত্যু হয়েছে।

ঘটনায় সরাসরি তৃণমূল(TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি(BJP) নেতা মুকুল রায়। পাশাপাশি পুরো বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ঘটনায় ট্যুইট করে নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। খুব দ্রুই তৃণমূল সরকারকে বাংলার মানুষ শেষ করবে বলেও ট্যুইটে লেখেন তিনি।

বিজেপির(BJP) দীর্ঘদিনের অভিযোগ, সন্ত্রাস করে তাদের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস (TMC)। গত ৬ বছরে রাজনৈতিক সংঘর্ষে তাদের ৫৪ জন কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই অভিযোগের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানেও যান নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০১৪ লোকসভা নির্বাচনে এ রাজ্যে ২টি আসনে জিতেছিল বিজেপি(BJP)। তবে এবার তা বেড়ে হয়েছে ১৮, অন্যদিকে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ২২টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস(TMC), ২০১৪ লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল ৩৪টি আসন।

.