This Article is From Oct 11, 2018

ভোরে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় , ওড়িশার পাঁচ জেলা থেকে বাসিন্দাদের নিরাপদস্থানে নিয়ে যাওয়া হল

ভোরেই ওড়িশায় আছড়ে পড়তে চলেছে  ঘূর্ণিঝড় তিতলি। সূত্র বলছে  ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে তিতলি।

Advertisement
অল ইন্ডিয়া

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার  গোপালপুর এবং  কলিঙ্গপট্টনমের মধ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা

Highlights

  • ভোরেই ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তিতলি
  • ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে তিতলি
  • লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে
ভুবনেশ্বর:

ভোরেই ওড়িশায় আছড়ে পড়তে চলেছে  ঘূর্ণিঝড় তিতলি। সূত্র বলছে  ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে তিতলি।

 আর তার জন্য এখন থেকেই সমস্ত ব্যবস্থা নিয়ে রেখেছে প্রশাসন। উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে  যাওয়া  হয়েছে।

পাশাপাশি ওড়িশার চার জেলায়    স্কুল কলেজ থেকে শুরু করে  অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার  গোপালপুর এবং  কলিঙ্গপট্টনমের মধ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।

Advertisement