This Article is From Mar 11, 2019

বিজেপিতে যোগ ২ কংগ্রেস, ১ তৃণমূল নেতার, 'লাইনে আরও আছে', বললেন মুকুল রায়

মুকুল রায় দাবি করেন, আরও একাধিক দলের বিধায়ক, সাংসদ সহ সংগঠনের নেতারা বিজেপিতে যোগ দেবেন বলে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

বিজেপিতে যোগ ২ কংগ্রেস, ১ তৃণমূল নেতার, 'লাইনে আরও আছে', বললেন মুকুল রায়
কলকাতা:

কংগ্রেস থেকে দুজন এবং তৃণমূল কংগ্রেসের একজন নেতা সোমবার যোগ দিলেন বিজেপিতে। বিজেপি নেতা মুকুল রায় বললেন, “প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা ডক্টর গৌতম ঘোষ, এআইসিসি কমিটির সদস্য এবং কলকাতা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ কুমার সিংহ এবং তৃণমূল কংগ্রেসের আইনি সেলের নেত্রী দেবযানী দাশগুপ্ত বিজেপিতে যোগ দিচ্ছেন। এর ফলে আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে”। তিনি আরও জানান, “রাহুল গান্ধীর কোর কমিটিতেও কাজ করেছেন গৌতম ঘোষ”। মুকুল রায় দাবি করেন, আরও একাধিক দলের বিধায়ক, সাংসদ সহ সংগঠনের নেতারা বিজেপিতে যোগ দেবেন বলে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর আমরা আশা করছি এই রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে। তৃণমূল কংগ্রেসের বহু বর্ষীয়ান নেতা এবং দলীয় কর্মীরা একযোগে আসছেন ভারতীয় জনতা পার্টিতে”।

নির্ধারিত জায়গাতেই রাম মন্দির নির্মাণ করতে হবেঃ আরএসএস

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে পুলিশের একটি নিয়ম রয়েছে। অন্য কোনও দল থেকে কেউ বিজেপিতে যোগ দিলেই পুলিশ তাঁর পিছনে পড়ে যায় মিথ্যে মামলার অভিযোগ নিয়ে”।

কৈলাশ বিজয়বর্গীয় আরও জানান যে, তিনি খুব শীঘ্রই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্য পুলিশের অপ্রয়োজনীয় হস্তক্ষেপের ব্যাপারে অভিযোগ জানাবেন।

“আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের জানাব, তারা যেন নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থানীয় পুলিশকে দূরে রাখেন। তার বদলে লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিয়োগই চাইব আমরা”, বলেন তিনি।    



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.