Read in English
This Article is From Jun 21, 2019

৩ মাসের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দিল বাবা, থেঁতলে গেল শিশুর মুখ

অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার শিশুটিকে ছুঁড়ে ফেলে বাবা,স্ত্রীর প্রতিরোধ সত্ত্বেও শিশুকন্যাকে হত্যার চেষ্টায় তাঁর হাত ভেঙেও দেয়

Advertisement
Kolkata

পুলিশ জানিয়েছে, কন্যাসন্তান হওয়ায় অখুশী ছিল ওই ব্যক্তি (ফাইল ছবি)

কলকাতা:

মর্মান্তিক! প্রায় সাড়ে ৩ মাসের এক শিশুকে (3-Month-Old Girl)  আছড়ে আছড়ে হত্যা করল তাঁর নিজের বাবা (Father)।পুলিশ সূত্রে খবর, হত্যার চেষ্টায় বারবার দুধের শিশুটিকে ছুঁড়ে ফেলে তাঁর বাবা, ফলে শিশুটির হাত-পা ভেঙে যায়, থেঁতলে যায় মুখও,বিকৃত হয়ে যায় ছোট্ট মেয়েটির শরীর।এই মর্মান্তিক ঘটনার খবরে শিউরে উঠছেন শহরবাসী। নিজের বাবা হয়ে ছোট্ট শিশুটিকে যেভাবে অত্যাচার করে মেরে ফেলেছে অভিযুক্ত ব্যক্তি তা এককথায় অবর্ণনীয়। পুলিস জানিয়েছে, কলকাতার কোল বার্থ রোডের বাসিন্দা বছর পঁচিশের শেখ রাজুই হল সেই অভিযুক্ত ব্যক্তি।দক্ষিণ বন্দর পুলিস থানার আধিকারিক জানিয়েছেন, বুধবার ওইভাবে নিজের শিশুকন্যাকে(girl child) হত্যা করে ওই ব্যক্তি।শিশুটির মা আফসারি বেগমের অভিযোগ অনুসারে শিশুটির বাবা অভিযুক্ত শেখ রাজুকে গ্রেফতার(Arrest) করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্ত্রী পরপর শিশুকন্যা (girl)  জন্ম দেওয়ায় বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিল অভিযুক্ত ব্যক্তি, এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত তাঁর।শিশুটির মায়ের অভিযোগ অনুযায়ী মেয়েকে মেরে ফেলতে বেশ কয়েকবার তাঁকে মাটিতে ছুঁড়ে ফেলে শেখ রাজু। মাত্র সাড়ে ৩ মাস বয়সের দুধের শিশুটির হাত-পা ভেঙে যায়, থেঁতলে যায় তাঁর মুখ, শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।বারবার অভিযুক্ত ব্যক্তিকে তাঁর স্ত্রী অর্থাত্ শিশুটির মা বাধা দেওয়ার চেষ্টা করলেও নিস্তার মেলে নি শিশুটির।

পুলিশ জানিয়েছে, মৃত শিশুকন্যাটির দেহের ময়নাতদন্তের রিপোর্ট (post-mortem reports) আসার পরেই অভিযুক্ত শেখ রাজুর বিরুদ্ধে ফাইনাল চার্জ শিট দায়ের করা হবে।

Advertisement
Advertisement