Read in English
This Article is From Sep 16, 2018

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার সেনা ও পুলিশ আধিকারিক

সেনা  কর্তা থেকে শুরু করে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এলো।

Advertisement
অল ইন্ডিয়া

মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা:

সেনা  কর্তা থেকে শুরু করে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এলো। সোনা পাচারের (Gold Smuggling) অভিযোগে ধৃতকে ঘুষের বিনিময়ে মুক্ত করে দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

এঁরা হলেন, আর্মি ইন্টেলিজ্যান্সের লেফট্যানান্ট কর্নেল পবন বর্মা, কনস্টেবল দশরথ সিং, আলিপুরদুয়ারের জয়গাঁও-র এসডিপিও অনুরুদ্ধ ঠাকুর, পুলিশের এসআই সত্যেন্দ্রনাথ রায় এবং হাসিমারা আউটপোস্টের প্রাক্তন অফিসার ইন চার্জ কমলেন্দ্র নারায়ন।

আধিকারিকদের দাবি, এ মাসের দশ তারিখ সোনা সহ ধরা পড়ে একটি গাড়ি। 15 কেজি সোনা Gold Smuggling) ঘুষ নিয়ে এই পাঁচ জন ওই গাড়িটিকে  ছেড়ে দেন বলে অভিযোগ। সেই ঘটনাতেই গ্রেফতার হলেন এঁরা।

ধৃতদের বিরুদ্ধে  ভারতীয় দন্ডবিধির 202 এবং  213 ধারায় অভিযোগ দায়ের  করা হয়েছে। সীমান্ত দিয়ে সোনা পাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তারপরই এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হল।                                

Advertisement

 

Advertisement