This Article is From Feb 25, 2020

মহিলা বক্সারের শ্লীলতাহানি, এক বছরের জেল তিন দোষীর

তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার করা হয় ওই তিনজনকে। ১১ দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে চার্জ শিট দেওয়া হয়।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

কলকাতার এক আদালত মঙ্গলবার এই রায় দিয়েছে

এক মহিলা বক্সারের শ্লীলতাহানি ও নিগ্রহ করার অপরাধে এক বছরের জেল হল তিনজনের। কলকাতার এক আদালত মঙ্গলবার এই রায় দিয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী ওই তিনজনকে দু'টি আলাদা কারণে এক বছর করে কারাবাসের রায় দেন। তবে ওই দুই সাজা একসঙ্গেই পাবে দোষী সাব্যস্ত যুবকরা। দোষীদের প্রথম অপরাধের ক্ষেত্রে ৫,০০০ টাকা ও দ্বিতীয় অপরাধের জন্য ১,০০০ টাকা করে জরিমানারও রায় দেয় আদালত।
২০১৯ সালের ২৮ জুলাই এক নামী বক্সার তরুণী স্কুটারে করে অফিসে যাচ্ছিলেন। সেই সময় তিন ব্যক্তি শেখ ফিরোজ, ওয়াসিম খান ও রাহুল শর্মা তাঁর পথ অবরোধ করে অভিযোগ করে তাদের বাসে ওঠার পথে এসে পড়েছেন ওই মহিলা।

সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানিয়েছেন, এরপরই ওই তি‌নজন তাঁর শ্লীলতাহানি করে এবং তাঁকে মারধর করে।

তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার করা হয় ওই তিনজনকে। ১১ দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে চার্জ শিট দেওয়া হয়।

Advertisement

দক্ষিণ বন্দর থানা এলাকায় রিমাউন্ট রোডে নিগৃহীতা হয়েছিলেন তরুণী বক্সার।

Advertisement