Read in English
This Article is From Oct 23, 2019

কাশ্মীরে এনকাউন্টারে মৃত তিন জঙ্গিকে শনাক্ত করল পুলিশ

মঙ্গলবার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ‌নকাউন্টারে ওই তিন জঙ্গি খতম হয়েছিল। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। (প্রতীকী)

শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের পুলিশ (Jammu and Kashmir Police) বুধবার জানিয়েছে, অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত তিন জঙ্গিকে (Terrorists killed in Awantipora encounter) শনাক্ত করা গিয়েছে। ওই তিন মৃত জঙ্গির (Terrorists) নাম নাভিদ তক, হামিদ লোন ওরফে হামিদ লেলহারি এবং জুনাইদ ভাট। কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করে এই কথা জানানো হয়েছে। ওই টুইটে জানানো হয়েছে, মৃত তিন জঙ্গিকে শনাক্ত করা হয়েছে নাভিদ তক, হামিদ লোন ওরফে হামিদ লেলহারি এবং জুনাইদ ভাট হিসেবে। এরা নানা জঙ্গি ক্রিয়াকলাপে যুক্ত ছিল। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কেস নথিভুক্ত করা হয়েছে।

হিন্দু সংগঠনের নেতা কমলেশ তিওয়ারি খুনে গুজরাটে ধৃত ২ অভিযুক্ত

মঙ্গলবার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ‌নকাউন্টারে ওই তিন জঙ্গি খতম হয়েছিল। কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Advertisement