কলকাতা: ফের শহরের একটি কলেজে সংঘর্ষের ঘটনা ঘটল। একটি আন্তঃ-কলেজ ইভেন্ট চলাকালীন কলকাতার এক প্রখ্যাত কলেজের তিন ছাত্রী একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে৷ ঝামেলা শেষমেশ গড়ায় মারামারিতে। ঘটনাটি ওই কলেজের মাঠেই ঘটেছে বৃহস্পতিবার, জানায় পুলিশ। আমহার্স্ট স্ট্রিট থানার সেন্ট পলস কলেজের মাঠে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে গতকাল। ওই সময় একটি ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। বিকেলবেলা তিন ছাত্রী রিম্পা ঘোষ, শম্পা দাস ও তরুণিমা ঘোষ জড়িয়ে পড়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে।
ভৌগোলিক আয়তনের দিক দিয়ে দিল্লির পর দেশের বৃহত্তম শহর হতে পারে চেন্নাই
পুলিশ জানিয়েছে, ওই তিন ছাত্রীকেই আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি।
নির্বাচনে না জিতেও হওয়া যাবে মেয়র, বিধানসভায় বিল পাশের পরেই চেয়ারে ববি
এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)