This Article is From Sep 08, 2019

৩ বছরের শিশুকে সাততলা থেকে ছুঁড়ে ফেলে খুন বাবার বন্ধুর!

শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বন্ধুর তিন বছরের মেয়েকে সাততলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল তারই বাবার বন্ধু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

৩ বছরের শিশুকে সাততলা থেকে ছুঁড়ে ফেলে খুন বাবার বন্ধুর!

প্রশাসন জানিয়েছে, তদন্ত চলছে (প্রতীকী)

হাইলাইটস

  • শনিবার সন্ধে সাড়ে সাতটায় মুম্বইয়ের কোলবা এলাকায় ঘটে এই অঘটন
  • খুনের মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে
  • আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ
মুম্বই:

বন্ধুর সন্তান তো সন্তান সম! অন্তত সেটাই মানবিকতা বলে। কিন্তু সে-ও যে অজানা কারণে শত্রু হয়ে উঠলে তার প্রাণ নিতে হাত কাঁপে না বাবার বন্ধুর, প্রমাণ দক্ষিণ মুম্বইয়ের কোলবার ঘটনা (south Mumbai's Colaba)। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বন্ধুর তিন বছরের মেয়েকে সাততলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল তারই বাবার বন্ধু। অত উঁচু থেকে পড়ার ফলে মাথায় চোট পায় শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

"আলাদা করতে চাননি ঈশ্বর": আমেরিকায় নৌকায় অগ্নিকাণ্ড, মৃত ভারতীয় দম্পতি

ঘটনা সামনে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানিয়েছে মুম্বই প্রশাসন। একই সঙ্গে খুনের মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

বিমানেই অসুস্থ যাত্রী, দিল্লি-মালয়েশিয়াগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, "এভাবে কেন বন্ধুর শিশুকন্যাকে হত্য়া করল অভিযুক্ত, আপাতত বোঝা যাচ্ছে না কিছুই। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।" 

(খবর সূত্রে এএনআই)

.