ব্রাজিলের রাস্তায় এ ধরনের সাপ চলে আসা খুব অস্বাভাবিক কোনও ব্যাপার নয়।
হাইলাইটস
- বীরদর্পে রাস্তা পেরিয়ে গেল সাপ অপেক্ষা করল ট্রাফিক
- মিনিট দুয়েকের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে
- সপ্তাহ খানেক আগে এভাবেই রাস্তা পেরোবার চেষ্টা করেছিল গ্রীন অ্যানাকোন্ডা
নিউ দিল্লি:
ব্যস্ত শহরের রাস্তার যানবাহনের গতিবেগ কেমন থাকবে তা অনেকাংশেই যাত্রীদের আচরণের উপর নির্ভর করে। মানে যাত্রীরা যদি ট্রাফিক আইন ভাঙেন তাহলে যানজট হবে। আর যদি আইন মেনে চলেন তাহলে দুর্ভোগ কমবে। কিন্তু এই যাত্রী যদি অ্যানাকোন্ডা (Anaconda) হয় তাহলে কী হবে? এরকম হলে কী হবে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ব্রাজিলের পোর্তো ভেলো শহরের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে ইতিমধ্যেই বহু মানুষ সেটি দেখে ফেলেছেন। তাতে দেখা যাচ্ছে একটি গ্রিন অ্যানাকোন্ডা (Green Anaconda) রাস্তা পেরিয়ে যাচ্ছে। ঠিক আমার আপনার মত। দুদিকে কোথাও গাড়ি আছে তা দেখে নিয়ে তারপর একবার থেকে অন্যপারে যাওয়া।
সমস্যা বেধেছে তার আয়তনের জন্য। ৩ মিটার লম্বা এই অ্যানাকোন্ডা রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পেরোতে স্বভাবতই প্রচুর সময় নিচ্ছে আর শুধু সময় নয় তাকে দেখেই ভয় পাচ্ছন সকালে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে ব্রাজিলের রাস্তায় এ ধরনের সাপ চলে আসা খুব অস্বাভাবিক কোনও ব্যাপার নয়। খাদ্যের সন্ধানে বা অন্য কোন কারণে এ ধরনের সাপ রাস্তায় চলে আসতেই পারে। আর তাই কোন রকম বিপদ যাতে না হয় সেজন্য পথচারীদের সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে। আরও একটি তথ্য প্রকাশে এসেছে সপ্তাহ খানেক আগে নাকি এভাবেই রাস্তা পেরোবার চেষ্টা করেছিল গ্রীন অ্যানাকোন্ডা। কিন্তু সেবার রাস্তায় রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় তার লক্ষ্য পূর্ণ হয়নি। কিন্তু এবার বীরদর্পে রাস্তা পেরিয়ে গেল সাপ অপেক্ষা করল ট্রাফিক।
মিনিট দুয়েকের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শাপটি রাস্তার ডিভাইডার পেরিয়ে গাছগাছালি আছে এমন জায়গায় ঢুকে পড়েছে।