Coronavirus: সুস্থ হয়ে গিয়েছেন ১,৭০০-র বেশি মানুষ।
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ দেখা গিয়েছে ১,০৭৬ জনের শরীরে। এর ফলে দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৮৩৫। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্য জানাচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৭০০-এরও বেশি মানুষ। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার আগ্রা থেকে রাজস্থানের কোটায় ২০০টি বাস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে হাজার হাজার পরীক্ষার্থী আটকে রয়েছে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে লকডাউনের ধাক্কায় আটকে পড়েছে। ওই বাসগুলিতে তাদের ফিরিয়ে আনা হবে।
আগ্রার এক বর্ষীয়ান সরকারি কর্মী বলেন, ‘‘বাসগুলি পাঠানো হচ্ছে কোটায় আটকে থাকা ছোট ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে। আমরা খাবার, জলের বোতল, মাস্ক ও স্যানিটাইজার পাঠাচ্ছি। প্রতি বাস থাকবে ২৫ জন। কিছু বাস ঝাঁসি থেকেও পাঠানো হবে।''
গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন করোনা অতিমারির মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে। ৩ মে পর্যন্ত কলডাউনের সময়সীমা বাড়ানোর ফলে পরিযায়ী শ্রমিকরা বড় সমস্যায় পড়েছেন।
ভারতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার প্রায় দু'মাস পর গত ২৪ মার্চ লকডাউন ঘোষিত হয়। এর ফলে বহু পরিযায়ী শ্রমিককে সমস্যায় পড়তে হয়। তাঁরা দৈনিক রোজগারের ভিত্তিতে অন্য রাজ্যে কর্মরত ছিলেন। লকডাউনের ফলে রোজগার ও থাকার জায়গা দুই-ই হারিয়ে অসহায় হয়ে পড়েন তাঁরা। অনেকেই পায়ে হেঁটে বহু দূরে নিজেদের রাজ্যে পৌঁছন।