This Article is From Jun 29, 2020

মন্দারমণির সৈকতে তিমি! ৩৫ ফুটের দৈত্যাকার মাছকে দেখতে ভিড়

Mandarmani: বিরাট প্রাণীটির মাথা রক্তে ভেসে যাচ্ছিল, তার লেজেও ছিল একাধিক আঘাত, কীভাবে মৃত্যু হল এই আপাত নিরীহ জীবটির? তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে

মন্দারমণির সৈকতে তিমি! ৩৫ ফুটের দৈত্যাকার মাছকে দেখতে ভিড়

West Bengal: পশ্চিমবঙ্গের মন্দারমণিতে ভেসে আসে তিমির বিরাট দেহটি

হাইলাইটস

  • মন্দারমণির সৈকতে তিমি মাছের দেহ
  • ঢেউয়ের সঙ্গে ভেসে আসে মরা মাছটির দেহ
  • কীভাবে মৃত্যু হল তিমিটির তা নিয়ে চলছে জল্পনা
কলকাতা:

সৈকতের উপর পড়ে আছে বিশাল বড় এক তিমি মাছের (Whale) দেহ, নিথর, নিঃশব্দ। দিঘার কাছেই মন্দারমণি (Mandarmani) সৈকতে সমুদ্রের ওই দৈত্যাকায় মাছটিকে দেখতে লকডাউন উপেক্ষা করেও বহু মানুষ ভিড় জমালেন। কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের (West Bengal) এই সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গেই ভেসে আসে দেহটি। বিরাট প্রাণীটির মাথা রক্তে ভেসে যাচ্ছিল, তার লেজেও ছিল একাধিক আঘাত। কীভাবে মৃত্যু হল এই আপাত নিরীহ জীবটির? তা নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। স্থানীয়দের মুখে মুখে মুহূর্তেই ছড়িয়ে পড়ে মন্দারমণির সৈকতে ওই বিশাল দেহটি ভেসে আসার কথা। খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বন ও বন্যজীবন এবং মৎস্য বিভাগের আধিকারিকরাও আসেন সেখানে। 

দুঃসাহসিক! ইয়াব্বড় অ্যানাকোন্ডাকে নদী থেকে টেনে তোলার চেষ্টা যুবকের

e6djmp78

তিমি মাছটির মাথা ভেসে যাচ্ছে রক্তে

বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণি, এটা দিঘার কাছেই অবস্থিত, বাংলার আরও একটি আকর্ষণীয় পর্যটন স্থল।

হার্লে ডেভিডসনে চড়ে রোমহর্ষক সফরে দেশের প্রধান বিচারপতি, ভাইরাল ছবি

করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় এখন সব জায়গাতেই পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ রয়েছে।

.