বাড়িতে যে দুইজন ছিল তারা পুলিশ আসার আগেই পালিয়ে যায়। (প্রতীকী)
জলপাইগুড়ি: ঝাড়খণ্ড পুলিশ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় একটা বাড়িতে তল্লাশি চালিয়ে 35 লক্ষ টাকা উদ্ধার করে, যা পালামু জেলার এক প্রাইভেট ব্যাঙ্ক কর্মীকে লুট করে তারা সংগ্রহ করেছে বলে একজন পুলিশ অফিসারের তরফে জানানো হয়েছে।
অজ্ঞাত পরিচয় ব্যক্তি 54 লক্ষ টাকা একটা প্রাইভেট ব্যাঙ্কের এক কর্মীর থেকে লুঠ করে, যিনি ঝাড়খণ্ডের পালামু জেলায় একটা এটিএম-এ 15ই জুন সেই টাকা জমা করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জলপাইগুড়ি পুলিশের সহযোগিতায় ঝাড়খণ্ড পুলিশ দল জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকের ফাতাপুকুর অঞ্চলের ওই বাড়িতে সোমবার রাতে তল্লাশি চালিয়ে লুঠ হয়ে যাওয়া 54 লাখ টাকার 35 লাখ টাকা উদ্ধার করে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
অফিসার জানান, বাড়িতে যে দুইজন ছিল তারা পুলিশ আসার আগেই পালিয়ে যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)