একই হাসপাতালের ৩৬ জন গর্ভবতী মা
অমেরিকা: মার্কিন যুক্তরাষ্ট্রের চিল্ড্রেন মেরস ক্যানসাস সিটি (হাসপাতাল)-এর ৩৬ জন নার্স একই বছর গর্ভবতী হয়েছেন। গুগলের মতে এটি আমেরিকার (মিসৌরি) সেরা শিশু হাসপাতাল এটি । এখানে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের (NICU) ৩৬ জন নার্স একই বছর গর্ভবতী হয়েছেন। কেউ প্রথমবার মা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তো কেউ দ্বিতীয়বার।
হাসপাতালটি তার ফেসবুক পেজে এই ছবিটি শেয়ার করে লিখেছিল, আমাদের এখানকার ইনটেনসিভ কেয়ার নার্সারির নার্সরা এখানে আসা শিশুদের সুষ্ঠ করে তোলার জন্য রাট-দিন জেগে সেবা করেছে। এমনকি সময় নিজেরাও গর্ভবতী ছিলেন। এই ছবিটি জুন মাসের, কোনো কোনো নার্সকে বাচ্চা কোলে দেখা যাচ্ছে, আবার কাউর শরীরে দেখা যাচ্ছে মাতৃত্বের লক্ষণ। এখনও পর্যন্ত ২০ টি শিশু জন্মগ্রহণ করেছে যার মধ্যে মাত্র 2 জন মেয়ে। আইসিএন (ICN) -এর পরিবারকে অভিনন্দন।
আসন্ন কয়েক মাসের মধ্যেই জন্মগ্রহন করবে বাকি ১৬ টি শিশু। নার্সদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
গুড মর্নিং আমেরিকার মতে, এই হাসপাতালের একজন নার্স অ্যালিসন রনকো রসিকতা করে বলেছেন, এখানকার রোগীরা মজা করে বলে, যখন আপনার মা হতে ইচ্ছা করবে, শুধু তখনই এই হাসপাতালের জল পান করবেন।
রনকো ৭ জানুয়ারী, ২০১৯ এ একটি সন্তানের জন্ম দিয়েছিল। তাঁর ছেলের নাম হেনরি।
ওই নার্সরা বলেন, তারা সবাই একে অপরের সাহায্য করেন এবং একে অপরের বাচ্চাদের দেখাশোনা করেন।