This Article is From Nov 09, 2019

‘বুলবুল’-এর দাপটে রাজ্যের ৩৭টি বোট আশ্রয় নিল ওড়িশায়

শুক্রবার ভারতের আবহাওয়া দফতর সমস্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে এবং ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আগামী ক’দিন।

‘বুলবুল’-এর দাপটে রাজ্যের ৩৭টি বোট আশ্রয় নিল ওড়িশায়

সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

‘বুলবুল'-এর (Bulbul Cyclone) দাপটে রাজ্যের অন্তত ৩৭টি বোট (37 boats with crew members from West Bengal) এবং সেই বোটে থাকা ক্রু সদস্যরা শুক্রবার আশ্রয় নিয়েছেন ওড়িশার (Odisha) ভদ্রক জেলার ধামারা মৎস্য বন্দর এবং অন্যান্য মৎস্য কেন্দ্রে। ওড়িশার মৎস্য বিভাগের পক্ষে একথা জানানো হয়েছে।

সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং খাদ্য সরবরাহ করা হয়েছে। ঘূর্ণিঝড় এসে পড়ায় আপাতত তাঁরা পশ্চিমবঙ্গে ফিরতে পারছেন না। ‘বুলবুল' ঘূর্ণিঝড়ের প্রকোপে রাজ্য জুড়ে চ‌লছে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার দাপট।

Cyclone Bulbul : বুলবুল এখন দিঘা থেকে ১০০ কিমি দূরে

ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মাছ ধরা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের আবহাওয়া দফতর সমস্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে এবং ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আগামী ক'দিন। যে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন তাঁদের দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়।

Cyclone Bulbul : অতি ভয়ঙ্কর বুলবুল দ্রুত এগোচ্ছে রাজ্যে,কলকাতার কতটা দূরে ?

শনিবার ওড়িশার বালাসোর, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর ও ভদ্রকের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার সারা দিন বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।

.