This Article is From Jul 23, 2019

২১ জুলাইয়ের সভায় যাওয়ার ‘শাস্তি’, তৃণমূল কর্মীকে পিটিয়ে মারায় অভিযুক্ত বিজেপি

বিজেপি অবশ্য এই অভিযোগকে অস্বীকার করেছে। জেলা নেতা বিমান ঘোষ বলেন, ‘‘এই খুন তৃণমূ‌লের অন্তর্দ্বন্দ্বের ফল। ওদের অভ্যাসই বিজেপিকে দায়ী করা।’’

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
  • বাড়ির কাছেই তাঁর উপরে হামলা চালায় অভিযুক্ত বিজেপি কর্মীরা
  • বিজেপি অবশ্য এই অভিযোগকে অস্বীকার করেছে

গোঘাটে এক তৃণমূল (TMC) কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। নিহত যুবকের নাম লালচাঁদ বাগ। ৩৭ বছরের ওই তৃণমূল (TMC) কর্মীর বাড়ি দারি‌নাকুন্ডা গ্রাম। তাঁর বাড়ির কাছেই তাঁর উপরে হামলা চালায় অভিযুক্ত বিজেপি (BJP) কর্মীরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে গেল‌ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছ'জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা নারায়ণচন্দ্র পাঁজার অভিযোগ, ২১ জুলাই রাতে লালচাঁদের বাড়িতে বোমা ছোড়ে বিজেপি সমর্থকরা। লালচাঁদ ২১ জুলাইয়ের সমাবেশে গিয়েছিল, এই কারণেই ওই হামলা চালানো হয়। পরে সোমবার রাত দশটা নাগাদ তাঁকে পিটিয়ে খুন করে সিপি(আই)এম থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন ব্যক্তি।

জানা যাচ্ছে, সোমবার রাত দশটা নাগাদ ওই দুষ্কৃতীরা নির্মম ভাবে প্রহার করে লালচাঁদকে। তারপর তাঁকে এক তৃণমূল কর্মীর বাড়ির বাইরে ফেলে চলে যায়।

'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

Advertisement

নারায়ণচন্দ্র দাবি করেন, ‘‘লালচাঁদ অল্প কিছু কথা বলতে পেরেছিল। ও একজনের নামও নিয়েছিল। তার নাম বিশ্বজিৎ মালিক। আগে সিপি(আই)এম করত, এখন বিজেপির হিরো।''

বিজেপি অবশ্য এই অভিযোগকে অস্বীকার করেছে। জেলা নেতা বিমান ঘোষ বলেন, ‘‘এই খুন তৃণমূ‌লের অন্তর্দ্বন্দ্বের ফল। ওদের অভ্যাসই বিজেপিকে দায়ী করা। আমরা এই মৃত্যুর সিবিআই তদন্ত চাই।''

Advertisement

বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাব জানা ছিল না রাজ্যের: মুখ্যমন্ত্রী

২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা বেড়েই চলেছে। লালচাঁদ বাগের মৃত্যু সেই তালিকায় নবতম সংযোজন।

Advertisement

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল গতবারের থেকে অনেকগুলি আসন কম পেয়েছে। ৩৪ থেকে তারা নেমে এসেছে ২২-এ। অন্যদিকে বিজেপি ২ থেকে উঠে এসেছে ১৮-এ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে তৃণমূল-বিজেপির মধ্যে নানা প্রতিহিংসামূলক ঘটনা ঘটছে।

Advertisement