This Article is From Apr 15, 2020

করোনা ভাইরাস প্রাণ কাড়ল ৩৭৭ জনের, গত ২৪ ঘণ্টায় করোনার শিকার ৩৮, সংক্রমিত ১১,৪৩৯ জন

Coronavirus: করোনা সংক্রমণের দ্রুতহারে ছড়িয়ে পড়া ঠেকাতে প্রধানমন্ত্রী মঙ্গলবারই দেশ জুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন

করোনা ভাইরাস প্রাণ কাড়ল ৩৭৭ জনের, গত ২৪ ঘণ্টায় করোনার শিকার ৩৮, সংক্রমিত ১১,৪৩৯ জন

Coronavirus in India: দেশে চলতি লকডাউনের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা

হাইলাইটস

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কাড়লে ৩৮ জনের
  • এই নিয়ে মোট ৩৭৭ জন মারা গেলেন দেশে, মোট সংক্রমিত ১১, ৪৩৯ জন
  • ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে, মোট ২,৬৮৭ জন
নয়া দিল্লি:

করোনা ভাইরাস (Coronavirus) দ্রুতহারে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত ভারতে ওই মারণভাইরাস প্রাণ কাড়ল ৩৭৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টাতেই করোনার শিকার হয়েছেন ৩৮ জন, দেশ (Coronavirus in India) জুড়ে মোট সংক্রমিত ১১,৪৩৯ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবারই দেশ জুড়ে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন। তবে একথাও বলেছেন যে, দেশের কোন কোন অঞ্চলে এই ভাইরাস বেশিমাত্রায় সংক্রমণ ঘটাচ্ছে আর কোন কোন অঞ্চল এখনও পর্যন্ত তুলনায় ভাল অবস্থায় রয়েছে আগামী কয়েকদিন কঠোরভাবে সে বিষয়ে নজরদারি করা হবে। যদি দেখা যায় যেখানে যেখানে সংক্রমণের মাত্রা কম সেই অঞ্চলগুলোতে আর নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে না তবে ২০ এপ্রিলের পরে সেখানে লকডাউনের বিধিনিষেধ কিছুটা লাঘব করা হতে পারে।

দেশের মধ্যে যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশী করোনার প্রভাব লক্ষ্য করা গেছে সেগুলো হল, মহারাষ্ট্র (২,৬৮৭), দিল্লি (১,৫৬১), তামিলনাড়ু (১,২০৪), রাজস্থান (৯৬৯), মধ্যপ্রদেশ (৭৩০)।

লকডাউনে রাজ্যে অভুক্ত স্বাধীনতাসংগ্রামী প্রফুল্ল চাকীর পরিবার, অন্ন জোগালেন মুখ্যমন্ত্রী

এদিকে গুজরাটে, একজন বিধায়ক মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং অন্য ২ মন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার পরে কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে তাঁর শরীরে করোনা টেস্ট করায় তা পজিটিভ ধরা পড়ে। করোনভাইরাস ঘণ্টার জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন, সূত্র জানিয়েছে। ইমরান খেদাওয়ালা নামে ওই কংগ্রেস বিধায়ক একটি সাংবাদিক সম্মেলনেও যোগ দেন, যেখানে অন্যান্য বিধায়ক ও স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ফলে মনে করা হচ্ছে তাঁর শরীর থেকে ওই মারাত্মক ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে অন্যদের শরীরেও।

মঙ্গলবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে মুম্বই। লকডাউনের বিরোধিতা করে বাণিজ্য নগরীর বান্দ্রা স্টেশনের বাইরে এক হাজারেরও বেশি অভিবাসী শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশিরভাগেরই দাবি, তাঁদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হোক। জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন এবং এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

'হু' এর করোনা তহবিলে টাকা দেওয়া বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

গোটা বিশ্বের অধিকাংশ দেশেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। গত বছরের ডিসেম্বরে চিনের উহান প্রদেশ থেকে এই ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। তারপর দেখতে দেখতে এখন প্রায় সব দেশই ভুগছে ওই মারণ রোগে। মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। দেশে দেশে শুধুই মৃত্যু মিছিল।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধে পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছেন ২,২২৮ জন।
এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১,২৫,০০০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বের প্রায় ২০ মিলিয়ন মানুষ সংক্রমিত COVID- 19 এ।

.