আগুনের তীব্রতা বেশি ছিল বলে অনেক দূর থেকেই তা চোখে পড়ছিল।
হাইলাইটস
- মুম্বইয়ের আরে কলোনির বনাঞ্চলে আগুন!
- প্রায় চার কিলোমিটার এলাকা চলে গেল আগুনের গ্রাসে
- মুম্বইয়ের গরেগাঁও ইস্টে সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে
মুম্বই: মুম্বইয়ের আরে কলোনির বনাঞ্চলে আগুন! প্রায় চার কিলোমিটার এলাকা চলে গেল আগুনের গ্রাসে। মুম্বইয়ের গরেগাঁও ইস্টে সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। বাতাসের টান থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে। পুলিশ থেকে শুরু করে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তবে রাস্তা সরু হওয়ায় দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হয়। রাতের দিকে আগুন পাশে থাকা বাড়ি ঘরের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু দমকলের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। আর তাছাড়া হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা বেশি ছিল বলে অনেক দূর থেকেই তা চোখে পড়ছিল।
ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের একটি অংশ থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহু মানুষ।
দমকল দপ্তরের আধিকারিক প্রভাত রাহাঙ্গডালে জানান, জঙ্গলের আশপাশে থাকা আদিবাসীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়েছে। জানা গিয়েছে সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ আইটি পার্ক এলাকা থেকে আগুন ছড়াতে শুরু করে। সেখান থেকে কয়েকটি এলাকার দিকে এগোতে থাকে আগুন। কাজ শুরু করে দমকল। গভীর রাত পর্যন্ত বহু জায়গায় আগুন ছিল।
দেখুন ভিডিও: