This Article is From Feb 23, 2019

কাশ্মীরিদের ওপর আক্রমণের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ

কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন, “আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”।

কাশ্মীরিদের ওপর আক্রমণের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ

কাশ্মীরিদের ওপর আক্রমণের ২২'টি ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (ছবি প্রতীকি)

কলকাতা:

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনার পর সারা দেশেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কাশ্মীরিরা, এমন খবর এসেছে একাধিকবার। পিছিয়ে নেই এই রাজ্যও। এখনও পর্যন্ত কাশ্মীরিরদের ওপর আক্রমণের মোট ২২'টি ঘটনার অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। জানিয়েছে পুলিশ। “কয়েকজন বহিরাগত কাশ্মীরিদের ওপর আক্রমণ চালানোর ব্যাপারে উসকানি দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখনও পর্যন্ত এই রাজ্যে এমন মোট ২২'টি ঘটনার খবর এসেছে। যে ঘটনাগুলির সঙ্গে জড়িত সন্দেহে আমরা ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছি”, এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধনাথ গুপ্ত এই কথা জানান।

"অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি", ভারত-পাক 'সম্পর্ক' নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প

কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন, “আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”।

আন্তর্জাতিক মহল থেকে তুমুল চাপ, জইশ-এর সদর দফতরের দখল নিল পাক সরকার

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এর আগেই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনার পর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানদের তাঁদের এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কোনওভাবেইযাতে কাশ্মীরি সহ অন্য কোনও রাজ্যের মানুষ এই জঙ্গিহানা পরবরতঈ সময়ে আক্রমণের সম্মুখীন না হন, তা দেখার ব্যাপারেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

কেন্দ্র ছাড়াও সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছিল বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.