தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 31, 2020

‘‘দায়িত্বজ্ঞানহীন কাজ, ৪৪১ জনের মধ্যে লক্ষণ’’: দিল্লি মসজিদের অনুষ্ঠান প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি মসজিদের ৪৪১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়েছেন। 

Advertisement
অল ইন্ডিয়া Written by

৪৪১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি:

দিল্লি মসজিদের (Delhi Mosque) ৪৪১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে করোনা (Coronavirus) সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) একথা জানিয়েছেন। দিল্লির নিজামুদ্দিনের ওই মসজিদে এক ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার পর ২৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। অরবিন্দ কেজরিওয়াল একে ‘‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ'' বলে মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, ‘‘যে ৪৪১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'' তিনি ‌আরও বলেন, ‘‘সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন সমস্ত ধর্মীয় স্থান জনশূন্য, ওঁরা এমন এক কাণ্ড করলেন!''

প্রায় ২,০০০ জন ব্যক্তি ‘মার্কাজ নিজামুদ্দিন'-এ ছিলেন ৮-১০ মার্চের জমায়েতের সময়। এটাই তাবিলগি জামাত গ্রুপের সদর দফতর। সোমবারই ৪০০-র বেশি ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে যান। ১,০০০ জনকে বাসে করে শহরের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে সেখানে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।

মসজিদ প্রশাসনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। অন্য রাজ্যগুলি তাদের রাজ্য থেকে কারা ওই সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছিলেন। 

Advertisement

Advertisement