This Article is From Nov 29, 2018

উত্তরপ্রদেশের পুকুরে ভেসে উঠল ৪৮২'টি বিপন্ন প্রজাতির কচ্ছপের মৃতদেহ

বুধবার উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভার্থনার একটি পুকুর থেকে প্রায় ৬৫৪'টি কচ্ছপ উদ্ধার করা হল

Advertisement
অল ইন্ডিয়া

এলাকায় হানা দিয়ে কচ্ছপগুলি উদ্ধার করে বন দফতরের কর্মীরা।

এটাওয়া:

বুধবার উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভার্থনার একটি পুকুর থেকে প্রায় ৬৫৪'টি কচ্ছপ উদ্ধার করা হল। যাদের মধ্যে ৪৮২'টি কচ্ছপকে মৃত অবস্থায় এবং বাকি ১৭২'টি কচ্ছপকে ভয়াবহ অসুস্থ অবস্থায় পাওয়া গেল। এই প্রত্যেকটি কচ্ছপই লিসেমিস পাংতাতা প্রজাতির। যে প্রজাতির কচ্ছপকে ভারতীয় বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ১৯৭২ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচারের লাল তালিকায় অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে। একটি সুত্র থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ওই এলাকাটিতে হানা দিয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করে। যদিও, যে চোরাচালানকারীরা এই ঘটনায় অভিযুক্ত, তারা তার আগেই এলাকা থেকে চম্পট দেয়। বন দফতর সুত্রে জানানো হয়েছে, স্থানীয়দের মধ্যে 'সুন্দরী' নামে খ্যাত এই কচ্ছপগুলিকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই পুকুরে রেখেছিল চোরাচালানকারীদের একটি দল।

ওঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ ভিত্তিহীন, আদালতকে বললেন অলোক বর্মার উকিল

পুলিশের ভয়ে ওই গ্যাং-এর পান্ডা রাজ কাপুর রেখে দিয়েছিল ওই কচ্ছপগুলিকে পুকুরটিতে।

Advertisement

এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা 

পরিবেশবিদ ডক্টর আশিস জানান, "স্যুপ বানাতে ব্যবহার করা হয় এই ধরনের কচ্ছপ। এছাড়া, মানুষের মনে এমন একটি ধারণাও রয়েছে যে, এই ধরনের কচ্ছপ খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়"।

Advertisement

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement