ঘরবন্দি মানুষ ঠিক কী কী করতে পারে? সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ পোস্ট, নতুন রেসিপির ছবি আপলোড, নিজের সঙ্গে সময় কাটাতে কাটাতে বিরক্ত মানুষ বড়জোর ভিডিও কলের স্ন্যাপশট পোস্ট করতে পারে। তবে, এর বাইরেও রয়েছেন হাতেগোনা মানুষ যাদের লক্ষ্য এই বন্দিদশাতেও মগজে শান দিয়ে চলা। সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চরূপে ব্যবহার করে তাই অনেকেই সৃজনশীলভাবেই যোগাযোগ রেখে চলেছেন একে অপরের সঙ্গে, তৈরি করছেন সিনেমা, নাটক, ছবির কোলাজ। সামাজিক দূরত্বের নিয়ম মেনে রিহার্সাল বন্ধ, বন্ধ দেখা সাক্ষাৎ হওয়ার সমস্ত সুযোগ। এরই মাঝে ভার্চুয়াল রিহার্সাল দিয়েই ২ খানি অডিও নাটক মানুষের কাছে পৌঁছে দিয়েছে ৪র্থ বেল থিয়েটার্স।
বাড়িতে বসেই স্ক্রিপ্ট মুখস্থ করা, বাড়িতে বসেই রেকর্ড, আর বাড়িতে বসেই প্রয়োজনীয় এডিটের পরে শ্রোতাদের সামনে এসেছে দু'খানি অডিও নাটক, মনে রেখো এবং তৃতীয় ইচ্ছে। ৪র্থ বেল থিয়েটারের সোশ্যাল মিডিয়া পেজেই প্রথম আপলোড করা হয় মনে রেখো অডিও নাটকটি। পরিচালক অনিরুদ্ধ দাশগুপ্ত জানান, বেশ কয়েক বছর আগে যোধপুর পার্কের একটি ক্যাফেতে এই নাটকটি আয়োজিত হয়েছিল। লকডাউন শেষে কতদিনে স্বাভাবিক হবে দেশ, পৃথিবী, তা আপাতত অজানাই। তাই মন খারাপ কাটিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ স্বাভাবিক রাখতে মোবাইল ফোনে কনফারেন্সেই রিহার্সাল সারা, রেকর্ড করে এই নাটকেরই অডিও রূপ তৈরির সিদ্ধান্ত। ‘মনে রেখো' নাটকে অভিনয় করেছেন, স্নেহা চট্টোপাধ্যায়, সুদীপ সরকার, আত্মদীপ ঘোষ। নাটকের গান আর সঙ্গীতায়োজনে তিমির বিশ্বাস।
নাটক 'মনে রেখো'
‘মনে রেখো' মানুষের মনে দাগ কাটার পরেই দ্বিতীয় অডিও নাটকের মুক্তি ঘটেছে সোমবার, ১৩ এপ্রিল। ডব্লিউ ডব্লিউ জেকবের ‘দ্য মঙ্কি'স প'-এর অনুপ্রেরণায় ‘তৃতীয় ইচ্ছে' অডিও নাটকে অভিনয় করেছেন, বিদীপ্তা চক্রবর্তী, রজত গাঙ্গুলি, অরিত্র দত্ত, জিৎ দাস, শুভ্রাংশু রায়। এই নাটকে সঙ্গীতের দায়িত্বে ইন্দ্রনীল মজুমদার। পরিচালনায় রোমিত গাঙ্গুলি।
রইল 'তৃতীয় ইচ্ছে'