আজ সকাল সাড়ে দশটা নাগাদ পশ্চিমবঙ্গ-এর বিভিন্ন এলাকায় ভূমিকম্প দেখা গেছে। রেক্টর স্কেলে এর কম্পাঙ্ক ছিল 5.5। আসামের কোকরাঝাড়-কেই উৎপত্তি স্থল হিসাবে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার, কোচবিহার এবং দার্জিলিং-এ হালকা ভূমিকম্পের অনুভব হয়েছে। এর গভীরতা ছিল প্রায় 13 কিলোমিটার।
আসাম সরকারের পক্ষ থেকে পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত কোনো রকম ক্ষয় ক্ষতির প্রভাব দেখা যায়নি।
গুয়াহাটি থেকে প্রায় দূরে অবস্থিত আসামের ধুবরী জেলার সপ্তগ্রাম এলাকাকেই ভূমিকম্পের কেন্দ্র বলে ধরা হচ্ছে। ভারতের উত্তর-পূর্বের বহুস্থানে ভূমিকম্পের আল্প্ অনুভূতি দেড়খা গেছে।
সিকিম,মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।