This Article is From Oct 23, 2018

খাদে পড়ে গেল গাড়ি, সিকিমে মৃত 5 বাঙালি পর্যটক

আবার দুর্ঘটনার কবলে পড়ল বাঙালি পর্যটকদের একটি গাড়ি। এবার সিকিমে। আটজন পর্যটককে নিয়ে গাড়িটি প্রায় 300 ফুট নিচে পড়ে যায় বলে জানা গিয়েছে।

খাদে পড়ে গেল গাড়ি, সিকিমে মৃত 5 বাঙালি পর্যটক

গাড়িটি নামচি থেকে কালুকের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্যাংটক:

বিসর্জনের বাজনা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তার রেশ কিছুটা রয়ে গিয়েছে কলকাতা শহরের বুকে। সেই বিসর্জনের যে চিরকালীন বিষণ্ণতা, তা যেন আঁকড়ে ধরে রেখেছে এই পুজোয় পাহাড়ে বেড়াতে যাওয়া বাঙালি পর্যটকদের ভাগ্যকে। রবিবার মানালি থেকে রোটাং পাস যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ দাস নামের এক পর্যটকের। আহত হয়েছিলেন বাকি যাত্রীরা। ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনার কবলে পড়ল বাঙালি পর্যটকদের একটি গাড়ি। এবার সিকিমে। আটজন পর্যটককে নিয়ে গাড়িটি প্রায় 300 ফুট নিচে পড়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের নাম- নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক, আশালতা পাঠক, বিভাস পাঠক এবং লিলি পাঠক। প্রত্যেকেই থাকতেন উত্তর চব্বিশ পরগণায়। নীহারেন্দুবাবু থাকতেন বারাসতে। বাকিরা মসলন্দপুরে। ওই গাড়িতে থাকা আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত অবস্থায়।

গাড়িটি নামচি থেকে কালুকের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.