5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই চিনের বাসিন্দা
কলকাতা: মাদক কারবারিরা ধরা পড়েছে। তাও আবার বমাল সমেত! কিন্ত তবু অনেক তথ্যই জানতে পারছে না সিআইডি। বাধা হয় দাঁড়াচ্ছে ভাষা। যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই চিনের বাসিন্দা। বাধ্য হয়ে দোভাষি নিয়ে আসা হয়েছে। কিন্ত তাতেও কাজের কাজ হচ্ছে না সেভাবে। তার কারণ ধৃতদের একজন ছাড়া বাকিরা কথা বলছে চিনের আঞ্চলিক ভাষায়। সেটা আবার জানা নেই এখানকার দোভাষির। একপ্রকার বাধ্য হয়ে ওই ব্যক্তিদের কাছ থেকে পাওয়া মোবাইলের তথ্য ঘেঁটেই শুরু হয়েছে সত্যের সন্ধান।
মাত্র কয়েকদিন কলকাতা স্টেশন থেকে গ্রেফতার করা। ওয়াং যাও ডং , লি চেং , চেং হাও-সহ বাকিদের থেকে পাওয়া গিয়েছে পিঙ্ক রংয়ের ট্যাবলেটের মতো দেখতে মাদক । পরিমাণ 1.9 কিলোগ্রাম। আরও ছিল 26 হাজার ভারতীয় টাকা এবং মোবাইলের মতো সামগ্রী। ধৃতদের পেশ করা হয় আদালতে। বিচারক 14 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। এরই মাঝে নানা প্রতিন্ধকতা সত্বেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলতে থাকে। তখনই গোয়েন্দারা জানতে পারেন মুর্শিদাবাদের নওদা থেকে চলত কারবার। বিস্তারিত জানতে সকলকেই সেখানে নিয়ে যাওয়া হয় বুধবার। হাতে আসে আরও কিছু তথ্য। কিন্ত এই চক্র সম্পর্কে জনতা তা মোটেই যথেষ্ট নয়। আরও বেশি করে জেরা করা একান্ত দরকার। আর সেখানেই আটকে যাচ্ছে রাজ্য গোয়েন্দা সংস্থা। অনেক দিন ধরেই কলকাতায় মাদকের চোরাচালান বাড়ছে। প্রথম থেকেই গোয়েন্দাদের সন্দেহ এই চক্রের নেপথ্যে আছে বিদেশের হাত। সেই সন্দেহ কিছুটা হলেও সত্য বলে প্রমাণিত হয়েছে চীন নাগরিকদের গ্রেফতারের পর।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)