ঘটনা ঘটল পুনের আওসারি গ্রামে
পুনে: লোকালয়ে হঠাৎ ঢুকে পড়লে চিতাবাঘ বা সমগোত্রীয় প্রাণীকে পিটিয়ে মেরে ফেলে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু, বুধবার এমন একটি ঘটনা ঘটল পুনের আওসারি গ্রামে, যা প্রকাশ্যে আসার পর প্রত্যেকেরই চোখ কপালে উঠে গিয়েছে। ওই গ্রামের একটি চিনিকলের বর্জ্য পোড়াতে গিয়ে কর্মচারীরা অন্তত পাঁচটি চিতাবাঘ শাবককে পুড়িয়ে মেরে ফেলল জীবন্ত। যদিও, ওই কর্মচারীরা জানিয়েছেন যে, বর্জ্যের ভিতর যে চিতাবাঘ শাবক ছিল, তা তাঁরা জানতেন না। এক কর্মচারী জানান, “আমরা এখানে ফসল কাটতে এসেছিলাম। সেই সময় জমির মালিক আমাদের বলেন যে, যা যা বর্জ্য রয়েছে, তা সম্পূর্ণ পুরিয়ে ফেলতে। আমরা জানতামই না যে ওই বর্জ্যের মধ্যে চিতাবাঘের শাবক রয়েছে। পুড়িয়ে ফেলার পর একজন মহিলার নজরে প্রথমে আসে ব্যাপারটি। তিনিই আমাদের জানান”।
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেসেই আততায়ীর গুলিতে খুন সাসপেন্ড হওয়া পড়ুয়া
এর আগে, চলতি বছরের মার্চ মাসে, এই অঞ্চলেরই বাদগাঁও আনন্দ গ্রামের চিনিক্ষেত থেকে উদ্ধার করা হয় দুটি চিতাবাঘের শাবককে। চাষ করার সময় আরেকটি চিতা শাবককে মেরে ফেলেছিল কৃষকরা।