সকাল ১১টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। (প্রতিনিধি চিত্র)
হাইলাইটস
- গাস নির্মাণ কারখানায় বিস্ফোরণ
- মৃত অন্তত পাঁচ, আহত একাধিক
- ভাদোদারার পাদ্রার ঘটনা।
ভাদোদরা: গুজরাতের ভাদোদরার এক কারখানায় বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মৃত কমপক্ষে পাঁচ। আহত একাধিক। শহরের এক গ্যাস নির্মাণ কারখানায় শনিবার সকাল ১১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে।সংবাদসংস্থা পিটিআইকে ভাদোদরা পুলিশ বলেছ, পাদ্রার এইমস ইন্ডাস্ট্রি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটেছে । এই সংস্থা চিকিৎসা ও বাণিজ্যিক খাতে ব্যবহার করা অক্সিজেন, নাইট্রোজেন, আরগন, কার্বন-ডাই- অক্সাইড প্রস্তুত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি আগুন নেভাতে তৎপর হতে দেখা গিয়েছে দমকলকে।
আরও আসছে...