This Article is From Dec 16, 2018

১১ দিনের শিশু কন্যাকে পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচ

শিশু পাচার চক্রে জড়িত সন্দেহে নার্সিংহোম মালিক সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ধৃত ১১ দিনের এক শিশু কন্যাকে পাচার করে দিয়েছে

১১ দিনের শিশু কন্যাকে পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচ

নার্সিংহোমের কর্মীদের দফায় দফায় জেরা করছে পুলিশ।

কলকাতা:

শিশু পাচার চক্রে জড়িত সন্দেহে নার্সিংহোম মালিক সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ধৃত ১১ দিনের এক শিশু কন্যাকে পাচার করে দিয়েছে। ধৃতদের মধ্যে  এক দম্পতিও । পুলিশের অনুমান এই দুজন ৬০ হাজার টাকায় শিশুটিকে  নার্সিংহোমের মালিকের কাছে  বিক্রি করেছে। এই তিন জন ছাড়া এক হাতুড়ে এবং নার্সিংহোমের কেয়ারটেকারকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই  দম্পতি  শিশুটিকে নিয়ে  হাবড়া হাসপাতালে যান। কিন্তু তার জন্মের ব্যাপারে কোনও নথিপত্র দিতে না পারায়ই দানা বাঁধে সন্দেহ। তাদের জেরা করতেই  এই নার্সিংহোমের সন্ধান পাওয়া যায়।             

রাজ্যের ১০ জেলায় কাল – পরশু ভারী বৃষ্টির আশঙ্কা  

ধৃত দম্পতিই শিশুর বাবা- মা কিনা তা এখনও স্পষ্ট নয়।  শিশু পাচারের একাধিক ঘটনা গত কয়েক বছরের মধ্যে  প্রকাশ্যে  এসেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা  হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে সেগুলির কোনও যোগাযোগ আছে  কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নার্সিংহোমের কর্মীদের দফায় দফায় জেরা করছে পুলিশ। সেখান থেকে  বেশ  কয়েকটি তথ্য  উঠে এসেছে।                                             

.