This Article is From Sep 27, 2018

অযোধ্যা মামলা: কী বলল সুপ্রিম কোর্ট, পাঁচটি তথ্য

অযোধ্যা মামলায় 1994 সালে সুপ্রিম কোর্টের রায় নতুন করে খতিয়ে দেখা হবে না

অযোধ্যা মামলা: কী বলল সুপ্রিম কোর্ট, পাঁচটি তথ্য

মূল মামলার শুনানি শুরু হবে অক্টোবর মাস থেকে। 

হাইলাইটস

  • 1994 সালে সুপ্রিম কোর্টের রায় নতুন করে খতিয়ে দেখা হবে না
  • আজ একথা জানাল আদালত
  • বিতর্কিত জমি কার তা নিয়ে শুনানি শুরু হবে অক্টোবর মাস থেকে
নিউ দিল্লি: অযোধ্যা মামলায় 1994 সালে সুপ্রিম কোর্টের রায় নতুন করে খতিয়ে দেখা হবে না। আজ একথা জানাল আদালত। সেই রায়ে বলা হয়েছিল নমাজ পড়তে মসজিদের প্রয়োজন নেই। অন্যদিকে ওই বিতর্কিত জমি কার তা নিয়ে শুনানি শুরু হবে অক্টোবর মাস থেকে।

রায় সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য

  1. মুসলিম সংগঠনের তরফে বলা হয়েছিল 1994  সালের রায় খতিয়ে দেখা  হোক। তাদের দাবি ছিল মূল মামলার আগে এটার শুনানি হোক। পাল্টা হিন্দু সংগঠন বলেছে এটা মামলায় অকারণ  দেরি করার কৌশল।

  2. আদালত  জানিয়ে দেয় 1994 সালের মামলা মূল মামলার উপর প্রভাব ফেলবে না। আরও বলা হয়  ধর্মীয় স্থান অধিগ্রহণ করা যেতে পারে। তবে  তিন বিচারপতির মধ্যে একজন সম্মত হননি।

  3. মূল মামলার শুনানি শুরু হবে অক্টোবর মাস থেকে। 

  4. এই রায়ের ফলে রাজনৈতিক ভাবে লাভবান হতে পারে বিজেপি। এমনিতেই তারা রামমন্দির তৈরির কথা বলে আসছে। আর তাই সামনের লোকসভা নির্বাচনের আগে  রায় নিজেদের পক্ষে ইয়াক সেটাই চাইছে  বিজেপি। 

  5.  1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলেন করসেবকরা। তাদের দাবি সেখানে রাম মন্দির নির্মাণ করতে হবে। এর পর এলাহাবাদ আদালত জমিটি হিন্দু এবং মুসলিম আবেদনকারীদের  মধ্য ভাগ করার নির্দেশ দেয়। এর বিরুদ্ধেই মামলা হয়েছে।            



Post a comment
.