This Article is From Jun 23, 2019

৫০-এরও বেশি সারমেয় হত্যা, কয়েকটিকে পুঁতে দেওয়া হল মাটিতে

পুলিশ জানিয়েছে, কিভাবে ওই সারমেয়গুলিকে(Dogs) হত্যা করা হয়েছে তার নির্দিষ্ট কারণ জানতে মৃত কুকুরগুলির দেহ পশু গবেষণাকেন্দ্রে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

৫০-এরও বেশি সারমেয় হত্যা, কয়েকটিকে পুঁতে দেওয়া হল মাটিতে

মৃত কুকুরগুলির দেহ পশু গবেষণাকেন্দ্রে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

হায়দরাবাদ:

তেলেঙ্গানার (Telangana) ভিকরাবাদে একসঙ্গে ৫০টিরও বেশি সারমেয় (50 dogs were killed) হত্যা করল সেখানকার মিউনিসিপ্যাল এজেন্সি (municipal agency)। তার মধ্যে বেশ কয়েকটি সারমেয়র মৃতদেহ হায়দরাবাদ থেকে ৭৫ কিমি দূরে একটি জমিতে পুঁতে রেখে আসে তাঁরা।অন্য মৃতদেহগুলি একটি ট্রাকের পিছন দিকে একটার উপর একটি চাপিয়ে ফেলে রেখেছিল তাঁরা বলে জানিয়েছে পুলিশ।এই অমানবিক কাণ্ড প্রকাশ্যে আসার পর স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। এফআইআর(FIR) করা হয় সারমেয় হত্যায় অভিযুক্ত মিউনিসিপ্যাল এজেন্সির কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে।

মর্মান্তিক! মা -বাবার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করল মেয়ে

পুলিশ জানিয়েছে, কিভাবে ওই সারমেয়গুলিকে(Dogs) হত্যা করা হয়েছে তার নির্দিষ্ট কারণ জানতে মৃত কুকুরগুলির দেহ পশু গবেষণাকেন্দ্রে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

ওই সারমেয়(dogs) হত্যার ঘটনায় প্রাণীদের উপর হিংসা প্রতিরোধে তৈরি হওয়া আইনের ভিত্তিতেই ওই এফআইআর(FIR) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

.